ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যের ক্যান্সার ইসরায়েল: কিম জং উন

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১১:১৮:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • / 286

কিম জং উন

ইরানের ওপর ইসরায়েলের সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটির মতে, এই হামলা মানবতার বিরুদ্ধে অপরাধ এবং এটি পুরো মধ্যপ্রাচ্যকে একটি সর্বাত্মক যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে।

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের উদ্ধৃতি দিয়ে সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ইরানের বেসামরিক, জ্বালানি ও পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে আন্তর্জাতিক নীতিমালা লঙ্ঘন করেছে। পিয়ংইয়ংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, “ইসরায়েল যে ধরনের হামলা চালিয়েছে, তা একটি রাষ্ট্রীয় সন্ত্রাস। এটি মানবজাতির বিরুদ্ধে ক্ষমাহীন অপরাধ।’’

তিনি আরও বলেন, “এই অঞ্চলে ইসরায়েল হলো একধরনের ক্যান্সার—যা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও শান্তির জন্য চরম হুমকি। এ অঞ্চলকে অস্থিতিশীল করে রাখতেই তারা বারবার আগ্রাসন চালায়। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তিগুলোর পৃষ্ঠপোষকতা শুধু আগুনে ঘি ঢালার শামিল।”

পিয়ংইয়ং যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোকে ইরান-ইসরায়েল সংঘাতে হস্তক্ষেপ না করারও আহ্বান জানিয়েছে। মুখপাত্র বলেন, “আন্তর্জাতিক সম্প্রদায় গভীরভাবে পর্যবেক্ষণ করছে, কীভাবে পশ্চিমা দেশগুলো ইরানের আত্মরক্ষার অধিকারকে প্রশ্নবিদ্ধ করছে, যা আরও বড় সংকটের জন্ম দিতে পারে।”

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ‘ধৈর্য হারানোর’ বক্তব্যের জবাবে উত্তর কোরিয়া হুঁশিয়ারি দিয়ে জানায়, এই উত্তেজনা যদি না কমানো হয়, তাহলে তা মধ্যপ্রাচ্য নয়, বরং পুরো বিশ্বকে অনিয়ন্ত্রিত সংকটের মুখোমুখি করবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মধ্যপ্রাচ্যের ক্যান্সার ইসরায়েল: কিম জং উন

সর্বশেষ আপডেট ১১:১৮:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

ইরানের ওপর ইসরায়েলের সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটির মতে, এই হামলা মানবতার বিরুদ্ধে অপরাধ এবং এটি পুরো মধ্যপ্রাচ্যকে একটি সর্বাত্মক যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে।

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের উদ্ধৃতি দিয়ে সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ইরানের বেসামরিক, জ্বালানি ও পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে আন্তর্জাতিক নীতিমালা লঙ্ঘন করেছে। পিয়ংইয়ংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, “ইসরায়েল যে ধরনের হামলা চালিয়েছে, তা একটি রাষ্ট্রীয় সন্ত্রাস। এটি মানবজাতির বিরুদ্ধে ক্ষমাহীন অপরাধ।’’

তিনি আরও বলেন, “এই অঞ্চলে ইসরায়েল হলো একধরনের ক্যান্সার—যা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও শান্তির জন্য চরম হুমকি। এ অঞ্চলকে অস্থিতিশীল করে রাখতেই তারা বারবার আগ্রাসন চালায়। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তিগুলোর পৃষ্ঠপোষকতা শুধু আগুনে ঘি ঢালার শামিল।”

পিয়ংইয়ং যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোকে ইরান-ইসরায়েল সংঘাতে হস্তক্ষেপ না করারও আহ্বান জানিয়েছে। মুখপাত্র বলেন, “আন্তর্জাতিক সম্প্রদায় গভীরভাবে পর্যবেক্ষণ করছে, কীভাবে পশ্চিমা দেশগুলো ইরানের আত্মরক্ষার অধিকারকে প্রশ্নবিদ্ধ করছে, যা আরও বড় সংকটের জন্ম দিতে পারে।”

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ‘ধৈর্য হারানোর’ বক্তব্যের জবাবে উত্তর কোরিয়া হুঁশিয়ারি দিয়ে জানায়, এই উত্তেজনা যদি না কমানো হয়, তাহলে তা মধ্যপ্রাচ্য নয়, বরং পুরো বিশ্বকে অনিয়ন্ত্রিত সংকটের মুখোমুখি করবে।