সাবেক সচিব আবু আলম শহীদ খান
আ. লীগকে ছাড়া নির্বাচন করা যাবে না হয়তো
- সর্বশেষ আপডেট ০৯:৪১:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
- / 214
আওয়ামী লীগকে বাদ দিয়ে হয়তো নির্বাচন আয়োজন করা সম্ভব হবে না—এমন মন্তব্য করেছেন সাবেক সচিব ও রাজনৈতিক বিশ্লেষক আবু আলম শহীদ খান।
সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
আবু আলম শহীদ খান বলেন, “আওয়ামী লীগের সবাই দেশেই আছে। এক হাজারের মতো কেউ কেউ এদিক-ওদিক চলে গেছে। তবে আমি মনে করি এক হাজারের বেশি না। কিছু মানুষ আন্ডারগ্রাউন্ডে আছে, কিন্তু তারাও দেশের মধ্যেই।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগের ২০ শতাংশ, ২৫ শতাংশ বা ৪০ শতাংশ—যেটাই হোক না কেন, একটা সমর্থন আছে। তাদের ছাড়া আপনি একটা গ্রহণযোগ্য নির্বাচন করতে পারবেন না। করাটাও হয়তো সংগত হবে না এবং সম্ভবও না। বিষয়টা নিয়ে আলোচনার দরকার আছে।”
আবু আলম শহীদ খান বলেন, “আমরা চাই একটি নির্বাচন হোক। একটি নির্বাচনের প্রয়োজন রয়েছে। ইউনূস সাহেবকেও অবশ্যই নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে হবে।”
































