গাঁজাসহ গ্রেপ্তার কারারক্ষী, আগেও ছিল অভিযোগ
- সর্বশেষ আপডেট ০৫:২৩:৩০ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
- / 237
নীলফামারী জেলা কারাগারের প্রধান ফটকে গাঁজাসহ এক কারারক্ষী আটক হয়েছেন। আটক ওই কারারক্ষীর নাম সালমান শাহ। তার বাড়ি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গাজারিয়াচালা গ্রামে। তিনি মোবারক হোসেনের ছেলে।
মঙ্গলবার (১৭ জুন) দিনগত রাত ৩টার দিকে সন্দেহজনক আচরণের কারণে তল্লাশি চালানো হলে তার জুতার ভেতরে বিশেষ কৌশলে রাখা এক পোঁটলা (প্রায় ৮ গ্রাম) গাঁজা পাওয়া যায়। এরপর তাকে পুলিশে সোপর্দ করা হয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হয়।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমআর সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক সালমান শাহকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কারাগারের জেলার ফারুক হোসেন জানান, সালমান শাহর বিরুদ্ধে এর আগেও মাদকের অভিযোগ ছিল। ২০২৪ সালের ৮ ডিসেম্বর নারায়ণগঞ্জ কারাগারে ডিউটিতে প্রবেশের সময় গাঁজাসহ ধরা পড়েন তিনি। সেসময় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয় এবং তিন বছরের জন্য বেতন বৃদ্ধি স্থগিত করা হয়েছিল।
ঘটনার বিষয়ে জেল সুপার রফিকুল ইসলাম জানান, গাঁজা রাখার দায়ে সালমান শাহকে বরখাস্ত করা হয়েছে এবং পুলিশে সোপর্দ করা হয়েছে। ভবিষ্যতে কারা বিধি অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


































