ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

তাড়াইল থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
  • সর্বশেষ আপডেট ০১:৫১:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • / 549

তাড়াইল থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে জেলার তাড়াইল থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৫ জুন) বিকাল ৪টা ১০ মিনিটে কিশোরগঞ্জ শহরের গাইটাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একই দিন তাকে কিশোরগঞ্জ সদর মডেল থানার একটি মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

গ্রেপ্তারকৃত জোবায়ের হোসেন খান অত্র থানাধীন সাররং গ্রামের মৃত আব্দুল মতিন খানের ছেলে। তিনি এলাকার অসংখ্য মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে ফ্যাসিস্ট আমলে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

প্রতারনার শিকার দেলোয়ার হোসেন ফুলমিয়া জানান, “আমি তার পরিবারের কাছে ৬ লক্ষ টাকা পাবো। আমার কাছে এর যথাযথ কাগজপত্র রয়েছে। তবুও সে এবং তার পরিবার টাকা ফেরত দিচ্ছে না। আমি এই প্রতারণার বিচার চাই।”

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “তাকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, “ভুয়া সাংবাদিকতা ও প্রতারণার অভিযোগে জোবায়ের হোসেন খানের বিরুদ্ধে ৪৪৭/৪৪৮/৪১৯/৪২০ ধারায় ফৌজদারি কার্যবিধি অনুযায়ী ১৪ জুন ২০২৫ তারিখে তাড়াইল থানায় একটি মামলা রুজু হয়েছে।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

তাড়াইল থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

সর্বশেষ আপডেট ০১:৫১:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫

কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে জেলার তাড়াইল থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৫ জুন) বিকাল ৪টা ১০ মিনিটে কিশোরগঞ্জ শহরের গাইটাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একই দিন তাকে কিশোরগঞ্জ সদর মডেল থানার একটি মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

গ্রেপ্তারকৃত জোবায়ের হোসেন খান অত্র থানাধীন সাররং গ্রামের মৃত আব্দুল মতিন খানের ছেলে। তিনি এলাকার অসংখ্য মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে ফ্যাসিস্ট আমলে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

প্রতারনার শিকার দেলোয়ার হোসেন ফুলমিয়া জানান, “আমি তার পরিবারের কাছে ৬ লক্ষ টাকা পাবো। আমার কাছে এর যথাযথ কাগজপত্র রয়েছে। তবুও সে এবং তার পরিবার টাকা ফেরত দিচ্ছে না। আমি এই প্রতারণার বিচার চাই।”

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “তাকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, “ভুয়া সাংবাদিকতা ও প্রতারণার অভিযোগে জোবায়ের হোসেন খানের বিরুদ্ধে ৪৪৭/৪৪৮/৪১৯/৪২০ ধারায় ফৌজদারি কার্যবিধি অনুযায়ী ১৪ জুন ২০২৫ তারিখে তাড়াইল থানায় একটি মামলা রুজু হয়েছে।”