শিরোনাম
দেড় বছর পর ষষ্ঠ টেস্ট শতকের দেখা পেলেন শান্ত
ক্রীড়া ডেস্ক
- সর্বশেষ আপডেট ০৫:০৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
- / 113
২০২৩ সালের ২৮ নভেম্বর ঘরের মাঠে নিউজল্যান্ডের বিপক্ষে ১০৫ রান করেছিলেন নাজমুল হোসেন শান্ত। এর বছর দেড় বছরেরও বেশি সময় ধরে সাদা পোশাকে তিন অঙ্কের সুখ পাননি তিনি। অবশেষে শ্রীলঙ্কার গলে সে হতাশা কেটেছে তার। লঙ্কান বোলারদের সামলে ২০২ বলে তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ শতক।
গল টেস্টের প্রথম দিনের প্রথমে সেশনেই ৩ উইকেটের পতন হয়েছিল বাংলাদেশের। তখন মনে হয়েছিল, হয়তো গলের ব্যাটিংবান্ধব উইকেটে বড় স্কোর করতে পারবে না সফরকারীরা। কিন্তু দ্বিতীয় সেশনে স্বস্তিজনক পারফরম্যান্স করেছে টাইগাররা। যার সম্পূর্ণ অবদান নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের।

এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২৪১। শান্ত ১০১ ও মুশফিক ৮৮ রানে অপরাজিত আছেন।
Tag :
BANvs[opponent] BDCricket CricketBangladesh ShantoCentury ShantoIsBack TestCricket ক্রিকেট টেস্টসেঞ্চুরি নজমুলহোসেনশান্ত বাংলাদেশক্রিকেট




































