ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনা-কামালের নামে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০১:০৭:২৮ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
  • / 194

জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হতে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার, ১৬ জুন ২০২৫ তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক বেঞ্চ এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আসামিরা আদালতে হাজির না হওয়ায় এবং ব্যক্তিগতভাবে সমন পাঠিয়েও সাড়া না পাওয়ায় আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের এ নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তারা আদালতে হাজির না হলে, মামলার পরবর্তী ধাপ একতরফাভাবে চলতে পারে।

এ বিষয়ে ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিষয়ে অভিযোগের তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং এর ভিত্তিতেই আদালত এই পদক্ষেপ গ্রহণ করেছে।

বিস্তারিত তথ্য আদালতের পরবর্তী শুনানিতে জানানো হবে।

উল্লেখ্য, জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। মামলার অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। একই সঙ্গে এ মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। অন্য আসামি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে এই মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।

শুনানিতে জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এই অভিযোগ দাখিল করেন। পরে আনুষ্ঠানিক অভিযোগের ওপর শুনানিসহ আদালতের বিচারকাজ বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শেখ হাসিনা-কামালের নামে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

সর্বশেষ আপডেট ০১:০৭:২৮ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫

জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হতে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার, ১৬ জুন ২০২৫ তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক বেঞ্চ এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আসামিরা আদালতে হাজির না হওয়ায় এবং ব্যক্তিগতভাবে সমন পাঠিয়েও সাড়া না পাওয়ায় আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের এ নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তারা আদালতে হাজির না হলে, মামলার পরবর্তী ধাপ একতরফাভাবে চলতে পারে।

এ বিষয়ে ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিষয়ে অভিযোগের তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং এর ভিত্তিতেই আদালত এই পদক্ষেপ গ্রহণ করেছে।

বিস্তারিত তথ্য আদালতের পরবর্তী শুনানিতে জানানো হবে।

উল্লেখ্য, জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। মামলার অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। একই সঙ্গে এ মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। অন্য আসামি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে এই মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।

শুনানিতে জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এই অভিযোগ দাখিল করেন। পরে আনুষ্ঠানিক অভিযোগের ওপর শুনানিসহ আদালতের বিচারকাজ বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।