ইরানের হামলায় ২০ ইসরায়েলি নিহত
- সর্বশেষ আপডেট ১১:২৩:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
- / 220
ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার চতুর্থ দিনে ইসরায়েলে প্রাণহানির সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। সোমবার (১৬ জুন) সকালের হামলায় পাঁচজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের জাতীয় জরুরি সেবাদাতা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম।
ইসরায়েলের বিভিন্ন শহরে এই ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় এ পর্যন্ত প্রায় ৩৮৫ জন আহত হয়েছেন, যার মধ্যে অন্তত সাতজনের অবস্থা আশঙ্কাজনক। দেশটির অ্যাম্বুলেন্স ও ব্লাড ব্যাংক সেবাদানকারী সংস্থাগুলো জানায়, আহতদের মধ্যে ২৯ জনকে দ্রুত বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
মধ্য ইসরায়েলের পেতাহ টিকভা শহরের একটি ভবনে ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানলে সেখানে আগুন ধরে যায়। যদিও হতাহতের বিষয়ে তাৎক্ষণিক কিছু জানা যায়নি।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে বেশ কিছু ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হলেও সব আটকানো সম্ভব হয়নি। তেল আবিব, জেরুজালেমসহ কয়েকটি শহরে সাইরেন বাজানো হয় এবং নাগরিকদের দ্রুত আশ্রয়কেন্দ্রে যেতে বলা হয়।
এর আগে, দক্ষিণ তেল আবিবের বাত ইয়াম শহরে এক ক্ষেপণাস্ত্র আঘাতে ছয়জন নিহত হন, যাদের মধ্যে দুটি শিশু ছিল। এখনও ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকে থাকার আশঙ্কা রয়েছে। উদ্ধারকাজ এখনো চলছে।
অন্যদিকে, ইসরায়েলি বিমান বাহিনীর টানা কয়েক দিনের আক্রমণে ইরানে নিহতের সংখ্যা ২২৪ জনে পৌঁছেছে বলে জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়। এ পর্যন্ত আহত হয়েছেন ১,২৭০ জনেরও বেশি, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক।
ইসরায়েলি হামলায় ইরানের নাতাঞ্জ ও ইসফাহান অঞ্চলের পারমাণবিক স্থাপনাসমূহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে নিহত হয়েছেন বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এবং বিজ্ঞানী। ইরানের মসজিদ, স্কুল ও মেট্রো স্টেশনগুলোকে আপাতত আশ্রয়কেন্দ্রে রূপান্তর করা হয়েছে।
ইসরায়েলের সেনাবাহিনী জানায়, তারা মধ্য ইরানে বেশ কিছু ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে। তাদের ভাষ্যমতে, এসব জায়গা থেকেই ইসরায়েলের দিকে হামলা চালানো হচ্ছিল।
ইরান এখনো এই হামলার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে পরিস্থিতি দিনকে দিন আরও অস্থিতিশীল হয়ে উঠছে।
































