ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে ৫ জন নিহত

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
  • সর্বশেষ আপডেট ০১:৪২:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • / 225

দিনাজপুরের ঘোড়াঘাটে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। একই ঘটনায় অন্তত আরও ১৫ জন আহত হয়েছেন। শনিবার (১৪ জুন) ভোর ৪টা ২০ মিনিটের দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার নূরজাহানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তবে হতাহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থলে বেশ কয়েকটি আমবোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। ভোর ৪টার পর পঞ্চগড় থেকে ঢাকা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে নাবিল পরিবহনের একটি বাস পেছন থেকে একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে পাঁচ জন নিহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। আহতদের মধ্যে পাঁচজনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে ৫ জন নিহত

সর্বশেষ আপডেট ০১:৪২:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫

দিনাজপুরের ঘোড়াঘাটে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। একই ঘটনায় অন্তত আরও ১৫ জন আহত হয়েছেন। শনিবার (১৪ জুন) ভোর ৪টা ২০ মিনিটের দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার নূরজাহানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তবে হতাহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থলে বেশ কয়েকটি আমবোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। ভোর ৪টার পর পঞ্চগড় থেকে ঢাকা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে নাবিল পরিবহনের একটি বাস পেছন থেকে একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে পাঁচ জন নিহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। আহতদের মধ্যে পাঁচজনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।