ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চীন সফরে যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:৩৮:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • / 152

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল জুনের শেষ দিকে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চীন সফরে যাচ্ছে। দলটির মিডিয়া সেল থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

চীনের সঙ্গে রাজনৈতিক দলের সম্পর্কের ওপর গুরুত্বারোপ করে কমিউনিস্ট পার্টি প্রতিবেশী রাষ্ট্রগুলোর বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে নিয়মিত সংলাপ ও সফর বিনিময়ের মাধ্যমে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করে থাকে। এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের চীন সফর করিয়েছে দেশটি।

চীনের এই সফর আহ্বানে এবারে সরাসরি বিএনপির শীর্ষ নেতৃত্বকে ডাকা হয়েছে, যা আগের আমন্ত্রণ থেকে আলাদা। এই সফরের মাধ্যমে শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, বাংলাদেশের রাজনীতি ও আসন্ন জাতীয় নির্বাচন নিয়েও আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গত মাসের শেষ দিকে চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক রাজনৈতিক সম্মেলনে বিএনপির প্রতিনিধি দল অংশ নেয়, যেখানে তারা দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্ব এশিয়া ছাড়াও দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সংলাপে অংশগ্রহণ করে।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি ও মার্চে চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপি ও ছয়টি রাজনৈতিক দলের একটি প্রতিনিধিদল চীন সফর করেছিল। ওই সফরে বিএনপির পক্ষে নেতৃত্ব দেন ড. আবদুল মঈন খান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চীন সফরে যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল

সর্বশেষ আপডেট ১১:৩৮:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল জুনের শেষ দিকে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চীন সফরে যাচ্ছে। দলটির মিডিয়া সেল থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

চীনের সঙ্গে রাজনৈতিক দলের সম্পর্কের ওপর গুরুত্বারোপ করে কমিউনিস্ট পার্টি প্রতিবেশী রাষ্ট্রগুলোর বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে নিয়মিত সংলাপ ও সফর বিনিময়ের মাধ্যমে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করে থাকে। এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের চীন সফর করিয়েছে দেশটি।

চীনের এই সফর আহ্বানে এবারে সরাসরি বিএনপির শীর্ষ নেতৃত্বকে ডাকা হয়েছে, যা আগের আমন্ত্রণ থেকে আলাদা। এই সফরের মাধ্যমে শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, বাংলাদেশের রাজনীতি ও আসন্ন জাতীয় নির্বাচন নিয়েও আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গত মাসের শেষ দিকে চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক রাজনৈতিক সম্মেলনে বিএনপির প্রতিনিধি দল অংশ নেয়, যেখানে তারা দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্ব এশিয়া ছাড়াও দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সংলাপে অংশগ্রহণ করে।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি ও মার্চে চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপি ও ছয়টি রাজনৈতিক দলের একটি প্রতিনিধিদল চীন সফর করেছিল। ওই সফরে বিএনপির পক্ষে নেতৃত্ব দেন ড. আবদুল মঈন খান।