ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আমির খানের জীবনের শেষ সিনেমা!

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১০:৩৩:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • / 320

আমির খানের জীবনের শেষ সিনেমা!

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত আমির খানকে নিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে গুঞ্জন— ‘মহাভারত’ নাকি তার অভিনয়জীবনের শেষ সিনেমা। তবে ভক্তদের হতাশ করে এই গুঞ্জনের সত্যতা নেই। আমির নিজেই বিষয়টি পরিষ্কার করেছেন।

সম্প্রতি রাজ শামানির সঙ্গে এক পডকাস্টে ‘মহাভারত’ নিয়ে কথা বলেন আমির। সেখান থেকেই গুজবের সূত্রপাত। অভিনেতার ভাষায়, “আমাকে প্রশ্ন করা হয়েছিল— যদি আমি এমন একটি সিনেমা বানাতে চাই যার পর অবসর নিতে পারি, তাহলে সেটা কী হবে? আমি বলেছিলাম— মহাভারত। কিন্তু অনেকে ভুলভাবে ধরে নিয়েছে যে আমি এটিকে শেষ সিনেমা হিসেবে ভাবছি।”

তিনি আরও বলেন, “মানুষ আজকাল কথার ভুল ব্যাখ্যা করে। আমার কোনো অবসরের পরিকল্পনা নেই। মহাভারত আমার শেষ সিনেমা নয়।”

আমির খান ‘জুম’ ফ্যান ক্লাবের সেশনে সরাসরি এ বিষয়ে স্পষ্ট করেন, “জবাবটা মন দিয়ে শোনা খুব দরকার। ‘যদি’ শব্দটি খুব গুরুত্বপূর্ণ ছিল, যা অনেকেই এড়িয়ে গেছেন।”

এ মুহূর্তে আমির খান প্রস্তুতি নিচ্ছেন তার নতুন সিনেমা ‘সিতারে জমিন পার’-এর মুক্তির জন্য। এটি ২০০৭ সালের আলোচিত ছবি ‘তারে জমিন পার’-এর সিক্যুয়েল। নতুন ছবিতে তিনি অভিনয় করছেন এক বাস্কেটবল কোচের ভূমিকায়, যিনি শাস্তিস্বরূপ নিউরোডাইভারজেন্ট শিশুদের একটি দলকে প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব পান।

আর এস প্রসন্ন পরিচালিত ছবিটি স্প্যানিশ সিনেমা ‘ক্যাম্পিওনেস’-এর রিমেক। আগামী ২০ জুন মুক্তি পাচ্ছে ছবিটি। এতে নতুন ১০ জন তরুণ অভিনেতা বড় পর্দায় অভিষেক করছেন— আরুশ দত্ত, গোপ কৃষ্ণ বর্মা, সম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ বনশালি, আশীষ পেন্ডসে, ঋষি শাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র ও সিমরান মঙ্গেশকর।

‘মহাভারত’ নিয়ে আমির খান বলেন, “এটা আমার স্বপ্নের প্রকল্প। আমি মনে করি, এটি এমন এক কাজ— যেটি শেষ করার পর আমার মনে হতে পারে জীবনে আর কিছু বাকি নেই।” তিনি এটিকে একটি “স্তরবিন্যস্ত, সংবেদনশীল, বিশাল স্কেলের” সিনেমা হিসেবে বর্ণনা করেন, যেখানে জীবনের সব কিছুই অন্তর্ভুক্ত।

তবে পরিষ্কার করে বলা যায়— মহাভারত আসছে, কিন্তু সেটি আমির খানের শেষ সিনেমা নয়। তিনি এখনো বলিউডের পর্দায় তার নিখুঁত অভিনয়ের যাত্রা চালিয়ে যেতে প্রস্তুত।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আমির খানের জীবনের শেষ সিনেমা!

সর্বশেষ আপডেট ১০:৩৩:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত আমির খানকে নিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে গুঞ্জন— ‘মহাভারত’ নাকি তার অভিনয়জীবনের শেষ সিনেমা। তবে ভক্তদের হতাশ করে এই গুঞ্জনের সত্যতা নেই। আমির নিজেই বিষয়টি পরিষ্কার করেছেন।

সম্প্রতি রাজ শামানির সঙ্গে এক পডকাস্টে ‘মহাভারত’ নিয়ে কথা বলেন আমির। সেখান থেকেই গুজবের সূত্রপাত। অভিনেতার ভাষায়, “আমাকে প্রশ্ন করা হয়েছিল— যদি আমি এমন একটি সিনেমা বানাতে চাই যার পর অবসর নিতে পারি, তাহলে সেটা কী হবে? আমি বলেছিলাম— মহাভারত। কিন্তু অনেকে ভুলভাবে ধরে নিয়েছে যে আমি এটিকে শেষ সিনেমা হিসেবে ভাবছি।”

তিনি আরও বলেন, “মানুষ আজকাল কথার ভুল ব্যাখ্যা করে। আমার কোনো অবসরের পরিকল্পনা নেই। মহাভারত আমার শেষ সিনেমা নয়।”

আমির খান ‘জুম’ ফ্যান ক্লাবের সেশনে সরাসরি এ বিষয়ে স্পষ্ট করেন, “জবাবটা মন দিয়ে শোনা খুব দরকার। ‘যদি’ শব্দটি খুব গুরুত্বপূর্ণ ছিল, যা অনেকেই এড়িয়ে গেছেন।”

এ মুহূর্তে আমির খান প্রস্তুতি নিচ্ছেন তার নতুন সিনেমা ‘সিতারে জমিন পার’-এর মুক্তির জন্য। এটি ২০০৭ সালের আলোচিত ছবি ‘তারে জমিন পার’-এর সিক্যুয়েল। নতুন ছবিতে তিনি অভিনয় করছেন এক বাস্কেটবল কোচের ভূমিকায়, যিনি শাস্তিস্বরূপ নিউরোডাইভারজেন্ট শিশুদের একটি দলকে প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব পান।

আর এস প্রসন্ন পরিচালিত ছবিটি স্প্যানিশ সিনেমা ‘ক্যাম্পিওনেস’-এর রিমেক। আগামী ২০ জুন মুক্তি পাচ্ছে ছবিটি। এতে নতুন ১০ জন তরুণ অভিনেতা বড় পর্দায় অভিষেক করছেন— আরুশ দত্ত, গোপ কৃষ্ণ বর্মা, সম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ বনশালি, আশীষ পেন্ডসে, ঋষি শাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র ও সিমরান মঙ্গেশকর।

‘মহাভারত’ নিয়ে আমির খান বলেন, “এটা আমার স্বপ্নের প্রকল্প। আমি মনে করি, এটি এমন এক কাজ— যেটি শেষ করার পর আমার মনে হতে পারে জীবনে আর কিছু বাকি নেই।” তিনি এটিকে একটি “স্তরবিন্যস্ত, সংবেদনশীল, বিশাল স্কেলের” সিনেমা হিসেবে বর্ণনা করেন, যেখানে জীবনের সব কিছুই অন্তর্ভুক্ত।

তবে পরিষ্কার করে বলা যায়— মহাভারত আসছে, কিন্তু সেটি আমির খানের শেষ সিনেমা নয়। তিনি এখনো বলিউডের পর্দায় তার নিখুঁত অভিনয়ের যাত্রা চালিয়ে যেতে প্রস্তুত।