রক্ষা পেল শীর্ষস্থান
১০ জনের আর্জেন্টিনার জাদুকরী কামব্যাক
- সর্বশেষ আপডেট ০১:১৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
- / 173
উত্তেজনায় ভরপুর ম্যাচে ১০ জনের দল নিয়েও অবিশ্বাস্যভাবে ফিরে এসে কলম্বিয়ার বিপক্ষে ১-১ গোলের ড্র করেছে আর্জেন্টিনা। বুয়েন্স আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে প্রথমার্ধে লুইস দিয়াজের গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। তবে দ্বিতীয়ার্ধে থিয়াগো আলমাদার দুর্দান্ত গোলে সমতা ফেরায় তারা।
প্রথমার্ধে এগিয়ে ছিল কলম্বিয়া। ২৪ মিনিটে বাঁ প্রান্ত থেকে একের পর এক তিন ডিফেন্ডারকে কাটিয়ে অসাধারণ গোল করেন দিয়াজ। এর আগে ও পরে একাধিক সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি মেসিরা। প্রথমার্ধের শেষ দিকে এনজো ফার্নান্দেজের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণে নামে আর্জেন্টিনা। ৬০ মিনিটে রিচার্ড রিয়োসের শট দুর্দান্তভাবে সেভ করেন এমিলিয়ানো মার্টিনেজ। পাল্টা আক্রমণে আর্জেন্টিনা সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। ৭১ মিনিটে ম্যাচের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ঘটে—বল দখলের লড়াইয়ে প্রতিপক্ষ ক্যাস্তানোর মাথায় লাথি মারায় সরাসরি লাল কার্ড দেখেন এনজো, ফলে ১০ জনে পরিণত হয় আর্জেন্টিনা।
তবে হাল ছাড়েনি তারা। ৮১ মিনিটে দ্রুত থ্রো-ইন থেকে বল পেয়ে বক্সে ঢুকে বাঁ প্রান্ত থেকে নিখুঁত শটে সমতা ফেরান আলমাদা। এরপর ৮৬ মিনিটে রিয়োসের হেড পোস্টে লেগে মাঠ ছাড়ে, ফলে আর এগিয়ে যেতে পারেনি কলম্বিয়া। শেষ পর্যন্ত নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সাত মিনিট খেলা শেষে ১-১ গোলে শেষ হয় ম্যাচ।
ম্যাচে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল আর্জেন্টিনা (৬৪%), যদিও গোলমুখে শট বেশি নিয়েছে কলম্বিয়া (৫টি)। নিষ্প্রভ ছিলেন লিওনেল মেসি, যিনি ৭৮ মিনিট মাঠে থেকে মাত্র ৪টি শট নিতে পেরেছেন।
এই ড্রয়ের পরও ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। আর কলম্বিয়া ২২ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে।































