বরিশালে শান্তিপূর্ণ পরিবেশে ঈদ জামাত অনুষ্ঠিত
- সর্বশেষ আপডেট ০২:৪২:৫৯ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫
- / 656
বরিশালে শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা।
শনিবার (৭ জুন) সকালে নগরীর হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত এ জামাতে ইমামতি করেন কালেক্টরেট জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন।
নামাজে অংশ নিতে সকাল থেকেই নগরীর বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা দলে দলে এসে ঈদগাহ ময়দানে সমবেত হন। বরিশাল বিভাগীয় কমিশনার রায়হান কায়ছার, জেলা প্রশাসক দেলোয়ার হোসেনসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, রাজনীতিবিদ, ব্যবসায়ী, পেশাজীবী ও সাধারণ মুসল্লিরা এতে অংশ নেন।
নামাজ শেষে বিশেষ মোনাজাতে দেশ ও জাতির শান্তি, কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়। এরপর মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
প্রধান জামাত ঘিরে শহরজুড়ে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবক দলগুলোও মাঠে ছিল জনসাধারণকে সহায়তা করতে। নগরীর প্রায় ৫০০টি মসজিদে সুষ্ঠুভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
বরিশালের বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী চরমোনাই দরবার শরিফে, যেখানে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। দ্বিতীয় বৃহত্তম জামাত অনুষ্ঠিত হয় উজিরপুর উপজেলার গুঠিয়া বাইতুল আমান জামে মসজিদ প্রাঙ্গণে।
অপরদিকে ঈদ জামাত শেষে পশু কোরবানি করেন মুসল্লিরা। পশু কোরবানির স্থানগুলোতেও দেখা যায় সুশৃঙ্খল পরিবেশ। পরিচ্ছন্নতা রক্ষায় প্রস্তুত রয়েছে বরিশাল সিটি করপোরেশনের বিশেষ টিম।


































