ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পর্তুগালের ঈদুল আযহার বৃহৎ নামাজ অনুষ্ঠিত

হাফিজ আল আসাদ, পর্তুগাল
  • সর্বশেষ আপডেট ০৩:৪৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫
  • / 615

পর্তুগালের ঈদুল আযহার বৃহৎ নামাজ অনুষ্ঠিত

পর্তুগালের রাজধানী লিসবনে ঈদুল আযহার নামাজ যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মার্তিম মনিজ পার্কে বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে আয়োজিত প্রধান জামাতে প্রায় ১০ হাজার মুসল্লি একসঙ্গে ঈদুল আযহার নামাজ আদায় করেন। এ জামাতে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি বিভিন্ন মুসলিম দেশের মুসল্লিরাও অংশ নেন।

এটি ইউরোপের অন্যতম বৃহৎ ঈদের জামাত হিসেবে পরিচিত। স্থানীয় সময় সকাল ৮টায় নামাজ শুরু হয় এবং নামাজের ইমামতি করেন বাইতুল মোকাররম ইসলামিক সেন্টারের খতিব মাওলানা আবু সাঈদ।

নামাজ শেষে মুসল্লিরা বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। ঈদগাহ মাঠে উপস্থিত মুসল্লিদের অনেকেই জানান, এই জামাত এতটাই বড় ও প্রাণবন্ত ছিল যে, কিছু সময়ের জন্য মনে হচ্ছিল যেন এটি বাংলাদেশের কোনো ঈদ জামাত।

লিসবনের পাশাপাশি পর্তুগালের অন্যান্য শহরগুলোতেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। পর্তু, কাসকাইস, আলগারভ, ভিলা নোভা দা মিলফন্টেস, কুইমরা, মাদেইরা, সাগরকন্যা আছোরেস দ্বীপপুঞ্জসহ শতাধিক স্থানে প্রবাসী বাংলাদেশি ও অন্যান্য মুসলিম কমিউনিটির উদ্যোগে ঈদের নামাজ আদায় করা হয়।

উল্লেখযোগ্য যে, ঈদুল আযহা হলেও পর্তুগালে খোলা মাঠে পশু কোরবানি দেওয়ার নিয়ম নেই। তাই প্রবাসীরা বিভিন্ন এজেন্টের মাধ্যমে কোরবানি সম্পন্ন করেন। তবে অনেকেই স্থানীয় নিয়ম-নীতির কারণে সরাসরি কোরবানি দিতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন।

পর্তুগালে ঈদুল আযহার জামাত প্রবাসী মুসলিমদের জন্য একটি মিলনমেলা হিসেবে পরিচিত, যেখানে সবাই একত্রিত হয়ে ঈদের আনন্দ উদযাপন করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পর্তুগালের ঈদুল আযহার বৃহৎ নামাজ অনুষ্ঠিত

সর্বশেষ আপডেট ০৩:৪৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫

পর্তুগালের রাজধানী লিসবনে ঈদুল আযহার নামাজ যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মার্তিম মনিজ পার্কে বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে আয়োজিত প্রধান জামাতে প্রায় ১০ হাজার মুসল্লি একসঙ্গে ঈদুল আযহার নামাজ আদায় করেন। এ জামাতে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি বিভিন্ন মুসলিম দেশের মুসল্লিরাও অংশ নেন।

এটি ইউরোপের অন্যতম বৃহৎ ঈদের জামাত হিসেবে পরিচিত। স্থানীয় সময় সকাল ৮টায় নামাজ শুরু হয় এবং নামাজের ইমামতি করেন বাইতুল মোকাররম ইসলামিক সেন্টারের খতিব মাওলানা আবু সাঈদ।

নামাজ শেষে মুসল্লিরা বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। ঈদগাহ মাঠে উপস্থিত মুসল্লিদের অনেকেই জানান, এই জামাত এতটাই বড় ও প্রাণবন্ত ছিল যে, কিছু সময়ের জন্য মনে হচ্ছিল যেন এটি বাংলাদেশের কোনো ঈদ জামাত।

লিসবনের পাশাপাশি পর্তুগালের অন্যান্য শহরগুলোতেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। পর্তু, কাসকাইস, আলগারভ, ভিলা নোভা দা মিলফন্টেস, কুইমরা, মাদেইরা, সাগরকন্যা আছোরেস দ্বীপপুঞ্জসহ শতাধিক স্থানে প্রবাসী বাংলাদেশি ও অন্যান্য মুসলিম কমিউনিটির উদ্যোগে ঈদের নামাজ আদায় করা হয়।

উল্লেখযোগ্য যে, ঈদুল আযহা হলেও পর্তুগালে খোলা মাঠে পশু কোরবানি দেওয়ার নিয়ম নেই। তাই প্রবাসীরা বিভিন্ন এজেন্টের মাধ্যমে কোরবানি সম্পন্ন করেন। তবে অনেকেই স্থানীয় নিয়ম-নীতির কারণে সরাসরি কোরবানি দিতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন।

পর্তুগালে ঈদুল আযহার জামাত প্রবাসী মুসলিমদের জন্য একটি মিলনমেলা হিসেবে পরিচিত, যেখানে সবাই একত্রিত হয়ে ঈদের আনন্দ উদযাপন করেন।