ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
জনমনে আতঙ্ক

সাতক্ষীরার বাইপাস সড়কে মিলল ৩০টি হাতবোমা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা
  • সর্বশেষ আপডেট ০৩:২৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫
  • / 700

সাতক্ষীরার বাইপাস সড়কে মিলল ৩০টি হাতবোমা

সাতক্ষীরা শহরের বাইপাস সড়কের মৌবন রেস্টুরেন্টের সামনে থেকে ককটেল সদৃশ প্রায় ৩০টি হাতবোমা উদ্ধার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (৫ জুন) রাত ১০টার দিকে এই অভিযান চালানো হয়। বিস্ফোরক সদৃশ এই বস্তুর খোঁজ মেলায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

র‌্যাব-৬ সাতক্ষীরার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জিহাদ জানান, “গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৮টার দিকে জানতে পারি বাইপাস সড়কে বোমা সদৃশ কিছু বস্তু পড়ে আছে। পরে সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাবের একটি যৌথ টিম সেখানে গিয়ে তল্লাশি চালিয়ে আনুমানিক ২৫ থেকে ৩০টি ককটেল উদ্ধার করে।”

স্থানীয়রা জানান, শুরুতে বিষয়টি কেউ জানত না। পরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে ব্যাগের ভেতর থেকে বোমার মতো বস্তুগুলো উদ্ধার করে, যা দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ে।

উদ্ধার করা বস্তুগুলো নিষ্ক্রিয় করা হয়েছে কি না, কিংবা কারা এই বিস্ফোরক বস্তু ফেলে রেখে গেছে, সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জনমনে আতঙ্ক

সাতক্ষীরার বাইপাস সড়কে মিলল ৩০টি হাতবোমা

সর্বশেষ আপডেট ০৩:২৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫

সাতক্ষীরা শহরের বাইপাস সড়কের মৌবন রেস্টুরেন্টের সামনে থেকে ককটেল সদৃশ প্রায় ৩০টি হাতবোমা উদ্ধার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (৫ জুন) রাত ১০টার দিকে এই অভিযান চালানো হয়। বিস্ফোরক সদৃশ এই বস্তুর খোঁজ মেলায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

র‌্যাব-৬ সাতক্ষীরার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জিহাদ জানান, “গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৮টার দিকে জানতে পারি বাইপাস সড়কে বোমা সদৃশ কিছু বস্তু পড়ে আছে। পরে সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাবের একটি যৌথ টিম সেখানে গিয়ে তল্লাশি চালিয়ে আনুমানিক ২৫ থেকে ৩০টি ককটেল উদ্ধার করে।”

স্থানীয়রা জানান, শুরুতে বিষয়টি কেউ জানত না। পরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে ব্যাগের ভেতর থেকে বোমার মতো বস্তুগুলো উদ্ধার করে, যা দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ে।

উদ্ধার করা বস্তুগুলো নিষ্ক্রিয় করা হয়েছে কি না, কিংবা কারা এই বিস্ফোরক বস্তু ফেলে রেখে গেছে, সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।