ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঈদের আগে আবারও বাড়ল সোনার দাম

অর্থনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:৩৫:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫
  • / 752

ঈদুল আজহা সামনে রেখে দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। এবার প্রতি ভরি ভালো মানের (২২ ক্যারেট) সোনার দাম বেড়েছে ২ হাজার ৪১৫ টাকা। নতুন দর অনুযায়ী এখন থেকে প্রতি ভরি ২২ ক্যারেট সোনা বিক্রি হবে ১ লাখ ৭২ হাজার ৩৩৬ টাকায়। এই নতুন দাম আজ শুক্রবার (৬ জুন) থেকে সারা দেশে কার্যকর হবে।

বৃহস্পতিবার (৫ জুন) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সোনার মূল্যবৃদ্ধির ঘোষণা দেয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে তেজাবি সোনার মূল্য বৃদ্ধির কারণে দেশের বাজারেও সোনার দাম সমন্বয় করা হয়েছে।

নতুন দামে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ১ লাখ ৬৪ হাজার ৪৯৭ টাকায়। ১৮ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪০ হাজার ৯৯৪ টাকা। আর সনাতন পদ্ধতিতে তৈরি সোনার ভরি বিক্রি হবে ১ লাখ ১৬ হাজার ৬৪০ টাকায়।

এদিকে, রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। পূর্বঘোষিত দাম অনুযায়ী, ২২ ক্যারেট রুপার ভরি ২ হাজার ৮১১ টাকা, ২১ ক্যারেটের রুপা ২ হাজার ৭১৮ টাকা, ১৮ ক্যারেটের রুপা ২ হাজার ৩৩৩ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭৫০ টাকা।

সোনার দাম বৃদ্ধির খবরে ঈদের আগে ক্রেতাদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই জানাচ্ছেন, এই বাড়তি দামে গহনা কেনা তাদের জন্য বাড়তি বোঝা হয়ে দাঁড়িয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঈদের আগে আবারও বাড়ল সোনার দাম

সর্বশেষ আপডেট ১২:৩৫:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫

ঈদুল আজহা সামনে রেখে দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। এবার প্রতি ভরি ভালো মানের (২২ ক্যারেট) সোনার দাম বেড়েছে ২ হাজার ৪১৫ টাকা। নতুন দর অনুযায়ী এখন থেকে প্রতি ভরি ২২ ক্যারেট সোনা বিক্রি হবে ১ লাখ ৭২ হাজার ৩৩৬ টাকায়। এই নতুন দাম আজ শুক্রবার (৬ জুন) থেকে সারা দেশে কার্যকর হবে।

বৃহস্পতিবার (৫ জুন) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সোনার মূল্যবৃদ্ধির ঘোষণা দেয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে তেজাবি সোনার মূল্য বৃদ্ধির কারণে দেশের বাজারেও সোনার দাম সমন্বয় করা হয়েছে।

নতুন দামে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ১ লাখ ৬৪ হাজার ৪৯৭ টাকায়। ১৮ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪০ হাজার ৯৯৪ টাকা। আর সনাতন পদ্ধতিতে তৈরি সোনার ভরি বিক্রি হবে ১ লাখ ১৬ হাজার ৬৪০ টাকায়।

এদিকে, রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। পূর্বঘোষিত দাম অনুযায়ী, ২২ ক্যারেট রুপার ভরি ২ হাজার ৮১১ টাকা, ২১ ক্যারেটের রুপা ২ হাজার ৭১৮ টাকা, ১৮ ক্যারেটের রুপা ২ হাজার ৩৩৩ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭৫০ টাকা।

সোনার দাম বৃদ্ধির খবরে ঈদের আগে ক্রেতাদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই জানাচ্ছেন, এই বাড়তি দামে গহনা কেনা তাদের জন্য বাড়তি বোঝা হয়ে দাঁড়িয়েছে।