ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
১৩ মাস পর নিষেধাজ্ঞা প্রত্যাহার

রুমা-থানচি ভ্রমণে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
  • সর্বশেষ আপডেট ১২:১৯:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫
  • / 727

রুমা-থানচি ভ্রমণে বাঁধা নেই

বান্দরবানের দুই জনপ্রিয় পর্যটন এলাকা—রুমা ও থানচিতে দীর্ঘ ১৩ মাস পর শর্তসাপেক্ষে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) জেলা প্রশাসক শামীম আরা রিনির স্বাক্ষরিত এক সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ফলে বান্দরবান ভ্রমণে বাধা দূর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা আইনশৃঙ্খলা রক্ষা ও সমন্বয় সংক্রান্ত কোর কমিটির সভার সিদ্ধান্ত এবং বান্দরবান সেনানিবাসের সদর দপ্তর ৬৯ পদাতিক ব্রিগেডের সুপারিশের ভিত্তিতে ৬ জুন থেকে রুমা উপজেলার বগালেক পর্যন্ত এবং থানচি উপজেলার তমাতুঙ্গী পর্যন্ত পর্যটকদের চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে।

তবে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় তিনটি গুরুত্বপূর্ণ শর্ত আরোপ করা হয়েছে।  সেগুলো হচ্ছে: উপর্যুক্ত এলাকা ছাড়া রুমা ও থানচির অন্য কোনো স্থানে ভ্রমণ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। ভ্রমণের ক্ষেত্রে জেলা বা উপজেলা প্রশাসনের অনুমোদিত ট্যুর গাইড ছাড়া পর্যটন কার্যক্রম পরিচালনা করা যাবে না এবং সংশ্লিষ্ট চেকপোস্টে অবস্থিত পর্যটক তথ্য সেবা কেন্দ্রে প্রযোজ্য সব তথ্য পর্যটকদের জমা দিতে হবে।

এতে বলা হয়, রুমা ও থানচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ায় পর্যটকদের জন্য সীমিত পরিসরে এলাকা উন্মুক্ত করা হয়েছে। পাশাপাশি জেলার অন্যান্য উপজেলায় স্থানীয় ও দেশি-বিদেশি পর্যটকদের চলাচলে কোনো বাধা নেই।

রুমা-থানচি ভ্রমণে বাধা নেই
রুমা-থানচি ভ্রমণে বাধা নেই

উল্লেখ্য, সর্বশেষ গত ১ ও ২ এপ্রিল রুমা ও থানচি উপজেলায় ব্যাংক ডাকাতির ঘটনার পর নিরাপত্তার স্বার্থে প্রশাসন অনির্দিষ্টকালের জন্য ওই দুটি উপজেলায় পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে। যৌথ বাহিনীর টানা অভিযানের কারণে দীর্ঘ সময় পর্যটন কার্যক্রম বন্ধ ছিল।

এই নিষেধাজ্ঞার ফলে রুমা ও থানচিতে পর্যটক আগমন একেবারে বন্ধ হয়ে যায়। এতে করে হোটেল-মোটেল, যানবাহন, গাইড, নৌচালকসহ পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন খাতের শত শত শ্রমিক কর্মহীন হয়ে পড়েন। নিষেধাজ্ঞা প্রত্যাহারের মধ্য দিয়ে নতুন করে ওই এলাকার পর্যটন শিল্পে প্রাণচাঞ্চল্য ফিরে আসার আশা করা হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

১৩ মাস পর নিষেধাজ্ঞা প্রত্যাহার

রুমা-থানচি ভ্রমণে বাধা নেই

সর্বশেষ আপডেট ১২:১৯:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫

বান্দরবানের দুই জনপ্রিয় পর্যটন এলাকা—রুমা ও থানচিতে দীর্ঘ ১৩ মাস পর শর্তসাপেক্ষে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) জেলা প্রশাসক শামীম আরা রিনির স্বাক্ষরিত এক সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ফলে বান্দরবান ভ্রমণে বাধা দূর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা আইনশৃঙ্খলা রক্ষা ও সমন্বয় সংক্রান্ত কোর কমিটির সভার সিদ্ধান্ত এবং বান্দরবান সেনানিবাসের সদর দপ্তর ৬৯ পদাতিক ব্রিগেডের সুপারিশের ভিত্তিতে ৬ জুন থেকে রুমা উপজেলার বগালেক পর্যন্ত এবং থানচি উপজেলার তমাতুঙ্গী পর্যন্ত পর্যটকদের চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে।

তবে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় তিনটি গুরুত্বপূর্ণ শর্ত আরোপ করা হয়েছে।  সেগুলো হচ্ছে: উপর্যুক্ত এলাকা ছাড়া রুমা ও থানচির অন্য কোনো স্থানে ভ্রমণ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। ভ্রমণের ক্ষেত্রে জেলা বা উপজেলা প্রশাসনের অনুমোদিত ট্যুর গাইড ছাড়া পর্যটন কার্যক্রম পরিচালনা করা যাবে না এবং সংশ্লিষ্ট চেকপোস্টে অবস্থিত পর্যটক তথ্য সেবা কেন্দ্রে প্রযোজ্য সব তথ্য পর্যটকদের জমা দিতে হবে।

এতে বলা হয়, রুমা ও থানচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ায় পর্যটকদের জন্য সীমিত পরিসরে এলাকা উন্মুক্ত করা হয়েছে। পাশাপাশি জেলার অন্যান্য উপজেলায় স্থানীয় ও দেশি-বিদেশি পর্যটকদের চলাচলে কোনো বাধা নেই।

রুমা-থানচি ভ্রমণে বাধা নেই
রুমা-থানচি ভ্রমণে বাধা নেই

উল্লেখ্য, সর্বশেষ গত ১ ও ২ এপ্রিল রুমা ও থানচি উপজেলায় ব্যাংক ডাকাতির ঘটনার পর নিরাপত্তার স্বার্থে প্রশাসন অনির্দিষ্টকালের জন্য ওই দুটি উপজেলায় পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে। যৌথ বাহিনীর টানা অভিযানের কারণে দীর্ঘ সময় পর্যটন কার্যক্রম বন্ধ ছিল।

এই নিষেধাজ্ঞার ফলে রুমা ও থানচিতে পর্যটক আগমন একেবারে বন্ধ হয়ে যায়। এতে করে হোটেল-মোটেল, যানবাহন, গাইড, নৌচালকসহ পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন খাতের শত শত শ্রমিক কর্মহীন হয়ে পড়েন। নিষেধাজ্ঞা প্রত্যাহারের মধ্য দিয়ে নতুন করে ওই এলাকার পর্যটন শিল্পে প্রাণচাঞ্চল্য ফিরে আসার আশা করা হচ্ছে।