আগৈলঝাড়ায় অস্থায়ী গরুর হাটে চাঁদাবাজি, গ্রেপ্তার চার
- সর্বশেষ আপডেট ০৭:৩৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
- / 819
বরিশালের আগৈলঝাড়া উপজেলার পূর্ব পয়সা এলাকায় কোরবানিকে কেন্দ্র করে উপজেলা প্রশাসনের অনুমোদিত অস্থায়ী গরুর হাটে চাঁদাবাজির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আরও দুই আসামিকে গ্রেপ্তারের অভিযান চলছে।
বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউর রহমান।
গ্রেপ্তারকৃতরা হলেন—উত্তর চাঁদত্রিশিরা গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে রেজভি বখতিয়ার, সাইফুল ইসলামের ছেলে শাওন বখতিয়ার, মৃত জাকির হোসেনের ছেলে অপু বখতিয়ার এবং মৃত জমির উদ্দিনের ছেলে শফিক বখতিয়ার।
এ ঘটনায় চাঁদত্রিশিরা গ্রামের মৃত আকফাত আলী বখতিয়ারের ছেলে মাসুদ বখতিয়ার বাদী হয়ে ছয়জনকে আসামি করে আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। এজাহারভুক্ত অপর দুই আসামি হলেন—একই গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে সুইট বখতিয়ার ও মৃত মকবুল হোসেনের ছেলে আজিজুল বখতিয়ার। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বাদী মাসুদ বখতিয়ার তার অভিযোগে উল্লেখ করেন, কোরবানিকে সামনে রেখে পূর্ব পয়সা এলাকায় উপজেলা প্রশাসনের অনুমোদিত অস্থায়ী গরুর হাটটি ইজারা নেন স্থানীয় জামাল বখতিয়ার। মাসুদ ওই হাটের ইজারাদারের প্রতিনিধি হিসেবে হাটের খাজনা উত্তোলনের দায়িত্ব পালন করছিলেন।
তিনি জানান, গত ৪ জুন সন্ধ্যায় অভিযুক্তরা হাটে প্রবেশ করে প্রভাব খাটিয়ে তার কাছে মোটা অংকের চাঁদা দাবি করে। মাসুদ চাঁদার টাকা দিতে অস্বীকার করলে আসামিরা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে। এতে হাটে উপস্থিত ক্রেতা-বিক্রেতাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে হাটে দায়িত্বপ্রাপ্ত থানা পুলিশের সদস্যরা এগিয়ে গেলে আসামিরা পুলিশের ওপর চড়াও হয়। পরে থানার অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে চারজনকে আটক করে, যদিও বাকি দুইজন পালিয়ে যায়।
































