সেনাবাহিনীর আশ্বাস
রুমার পর্যটন স্পটগুলো দ্রুত খুলে দেওয়া হবে
- সর্বশেষ আপডেট ০৪:৪০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
- / 543
বান্দরবানের রুমা উপজেলার জনপ্রিয় পর্যটন গন্তব্য মুনলাই পাড়া ও বগালেক এলাকাসহ আশপাশের টুরিস্ট স্পটগুলো দ্রুত খুলে দেওয়ার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর রুমা জোনের সুদৃঢ় ছত্রিশ’র অধিনায়ক মেজর মেহেদী হাসান সরকার পিএসসি। তবে এর আগে একটি পর্যালোচনা টিম গঠন করে নিরাপত্তা ও পরিবেশ পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
আজ (৫ জুন) বৃহস্পতিবার সকালে রুমা জোনের এস-গেইটে পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মেজর মেহেদী বলেন, “বগালেক একটি স্বচ্ছ জলের লেক, যা পাহাড়ি সৌন্দর্যে ঘেরা। আর মুনলাই পাড়া একটি পরিচ্ছন্ন ও সাংস্কৃতিক ঐতিহ্যবাহী গ্রাম, যার রয়েছে আন্তর্জাতিক সুনাম। আমরা চাই, পরিস্থিতি স্বাভাবিক হলেই এসব স্পট দ্রুত পর্যটকদের জন্য খুলে দেওয়া হোক।”

তিনি আরও বলেন, পর্যটনের বিকাশে টুরিস্ট গাইডদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই পর্যটকদের সঙ্গে সদাচরণ, মাদকমুক্ত জীবনযাপন এবং দেশের প্রচলিত আইন মেনে চলার বিষয়ে গাইডদের সচেতন থাকতে হবে।
পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “পর্যটকরা যেন যত্রতত্র ময়লা ফেলে না যায়—এই বিষয়ে গাইডদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। নির্ধারিত স্থানে ডাস্টবিন ব্যবহারে তাদের উৎসাহ দিতে হবে।”
সভায় আরও উপস্থিত ছিলেন সুদৃঢ় ছত্রিশের ক্যাপ্টেন ইফতেখারুল কাশেম চৌধুরী, রুমা থানার এসআই মোঃ রফিকুল ইসলাম, উপজেলা প্রশাসনের কর্মকর্তা মিলন মারমা, রুমা বাজার কমিটির সভাপতি খলিলুল রহমান, রুমা সরকারি কলেজের সহকারী অধ্যাপক শৈপ্রুচিং মারমা এবং অগ্রবংশ পরিচালক হ্লাথোয়াইচিং মারমা (ভিক্ষু)সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

































