সাতক্ষীরা সীমান্তে পশুর চামড়া পাচার রোধে নজরদারি করবে বিজিবি
- সর্বশেষ আপডেট ০২:৫৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
- / 501
ঈদকে ঘিরে সাতক্ষীরা সীমান্তে গরু চোরাচালান ও ঈদ-পরবর্তী চামড়া পাচার রোধে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে সাতক্ষীরার ভোমরা সীমান্ত এলাকা পরিদর্শন শেষে এসব কথা জানান ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক।
তিনি বলেন, “সীমান্তে ভারত থেকে চোরাই পথে কোনো গরু আসছে না। ঈদের পরেও চামড়া পাচার রোধে বিজিবি কঠোর নজরদারিতে থাকবে।”

সীমান্তে ‘পুশইন’ বিষয়ে অধিনায়ক আশরাফুল হক বলেন, “বর্তমানে সাতক্ষীরা সীমান্তে কোনো পুশইন হচ্ছে না। যেকোনো সন্দেহভাজন বাংলাদেশিকে নাগরিকত্ব যাচাই সাপেক্ষে পতাকা বৈঠকের মাধ্যমে গ্রহণ করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “দেশের সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে।”































