খালেদা জিয়ার জন্য ‘কালো মানিক’ নিয়ে ঢাকার পথে কৃষক
- সর্বশেষ আপডেট ০১:২৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
- / 440
নিজের সন্তানের মতো যত্ন করে লালন-পালন করা একটি ষাঁড় ‘কালো মানিক’ নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উপহার দিতে ঢাকার পথে রওনা হয়েছেন পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কৃষক সোহাগ মৃধা।
বৃহস্পতিবার (৫ মে) সকাল ৮টার দিকে তিনটি মিনি ট্রাক, ব্যানার, বাজনার দল ও টি-শার্ট পরা সঙ্গীদের নিয়ে যাত্রা শুরু করেন তিনি। গরুটির ওজন প্রায় ৩৫ মণ, দৈর্ঘ্য ১০ ফুট এবং উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। কুচকুচে কালো রঙের জন্য সোহাগ আদর করে ষাঁড়টির নাম রেখেছেন ‘কালো মানিক’। এক সময় এই ষাঁড়ের দাম উঠেছিল ১০ লাখ টাকা, তবে প্রিয় নেত্রীর জন্য ত্যাগ করতে বিন্দুমাত্র দ্বিধা করেননি সোহাগ।
২০১৮ সালের শেষ দিকে মাত্র ১ লাখ ৩৭ হাজার টাকায় একটি ফ্রিজিয়ান গাভি কিনে এই যাত্রা শুরু করেন তিনি। সপ্তাহ না যেতেই গাভিটি একটি বাছুরের জন্ম দেয়—এই বাছুরই এখন ‘কালো মানিক’। দেশীয় খাবার আর নিখুঁত যত্নে ছয় বছরেরও বেশি সময় ধরে ষাঁড়টি লালন-পালন করেছেন সোহাগ ও তার পরিবার।
সোহাগ বলেন, “আমি গণতন্ত্রের মাকে একটি উপহার দিতে যাচ্ছি। আশা করি, নেত্রী আমার ভালোবাসা গ্রহণ করবেন। ২০২৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একজন কৃষকের গরু উপহারের খবর দেখে আমারও ইচ্ছে জাগে আমার প্রিয় নেত্রীকে এমন একটি উপহার দেওয়ার।”
সোহাগের মা হাজেরা বেগম জানান, “ছেলের ইচ্ছা ছিল খালেদা জিয়াকে গরু উপহার দেওয়ার। আমরা তাতে খুশি। ওর বাবা নেই, সামান্য জমি চাষ করেই সংসার চলে। ছোটবেলা থেকেই ও বিএনপিকে ভালোবাসে।”
তার স্ত্রী সুলতানা আক্তার পলিও বলেন, “কালো মানিক আর আমার ছোট ছেলে একই বয়সী। আমি ওদের দুজনকেই সমান ভালোবাসা দিয়ে বড় করেছি। স্বামীর এই ইচ্ছা পূরণে আমরা গর্বিত।”
আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম জানান, সোহাগ একজন নিবেদিতপ্রাণ কর্মী। তার পরিবার সম্মিলিতভাবে এই ষাঁড়টি লালন-পালন করেছে শুধু নেত্রীকে উপহার দেওয়ার জন্য।
রাজনৈতিক আবেগ আর ছয় বছরের ভালোবাসা মিশে তৈরি হওয়া এই উপহার এবার পৌঁছাতে চলেছে বিএনপি চেয়ারপারসনের কাছে।


































