ঢাকা ১১:১৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

উলিপুরে পশুর হাটের ইজারাদারকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম
  • সর্বশেষ আপডেট ১২:১১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • / 293

উলিপুরে পশুর হাটের ইজারাদারকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার দুর্গাপুর পশুর হাটে বিক্রিত পশুর রশিদে মূল্য উল্লেখ না থাকায় ইজারাদার মো. মাসুদ রানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩ জুন) বিকালে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযানে দুর্গাপুর পশুর হাটে এ জরিমানা আদায় করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, কোরবানির ঈদ উপলক্ষে মঙ্গলবার দুর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠে পশুর হাট বসে। বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহল দল হাটে উপস্থিত ছিল। এ সময় পশু বিক্রির রশিদে সরকার নির্ধারিত ফি উল্লেখ না থাকায় ইজারাদারকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা যাচাই করে ইজারাদার মাসুদ রানা (৩৬)-কে ৫০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়। তবে হাট ইজারাদার নগদ ৫০ হাজার টাকা পরিশোধ করে এবং মুচলেকা দিয়ে ছাড়া পান।

সেনাবাহিনীর টহল দল জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে সেনাবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। কোরবানির পশুর হাটগুলোকে শতভাগ নিরাপদ রাখতে নজরদারি আরও বাড়ানো হয়েছে, যাতে কোনো ক্রেতা বা বিক্রেতা হয়রানির শিকার না হন। উপজেলা প্রশাসনের সঙ্গে সেনাবাহিনীর যৌথ অভিযান চলমান থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুর্গাপুর পশুর হাটে রশিদে সরকার নির্ধারিত ফি উল্লেখ না থাকায় ইজারাদারকে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে নির্ধারিত টোল জনসমক্ষে প্রদর্শন করতে বলা হয়েছে। নির্দেশনা না মানলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

উলিপুরে পশুর হাটের ইজারাদারকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা

সর্বশেষ আপডেট ১২:১১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার দুর্গাপুর পশুর হাটে বিক্রিত পশুর রশিদে মূল্য উল্লেখ না থাকায় ইজারাদার মো. মাসুদ রানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩ জুন) বিকালে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযানে দুর্গাপুর পশুর হাটে এ জরিমানা আদায় করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, কোরবানির ঈদ উপলক্ষে মঙ্গলবার দুর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠে পশুর হাট বসে। বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহল দল হাটে উপস্থিত ছিল। এ সময় পশু বিক্রির রশিদে সরকার নির্ধারিত ফি উল্লেখ না থাকায় ইজারাদারকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা যাচাই করে ইজারাদার মাসুদ রানা (৩৬)-কে ৫০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়। তবে হাট ইজারাদার নগদ ৫০ হাজার টাকা পরিশোধ করে এবং মুচলেকা দিয়ে ছাড়া পান।

সেনাবাহিনীর টহল দল জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে সেনাবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। কোরবানির পশুর হাটগুলোকে শতভাগ নিরাপদ রাখতে নজরদারি আরও বাড়ানো হয়েছে, যাতে কোনো ক্রেতা বা বিক্রেতা হয়রানির শিকার না হন। উপজেলা প্রশাসনের সঙ্গে সেনাবাহিনীর যৌথ অভিযান চলমান থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুর্গাপুর পশুর হাটে রশিদে সরকার নির্ধারিত ফি উল্লেখ না থাকায় ইজারাদারকে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে নির্ধারিত টোল জনসমক্ষে প্রদর্শন করতে বলা হয়েছে। নির্দেশনা না মানলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”