ভূমিকম্পে ২৪ ঘণ্টায় ৬ বার কাঁপল করাচি
- সর্বশেষ আপডেট ০৮:৩৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
- / 535
গতকাল রোববার সকাল ১০টা ২৫ থেকে আজ সোমবার সকাল ১০টা ২৫ পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ৬ বার ভূমিকম্প হয়েছে পাকিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ সিন্ধের রাজধানী এবং দেশটির প্রধান বন্দরশহর করাচিতে।
এক প্রতিবেদনে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, প্রথম ভূমিকম্পটি হয় রোববার সকাল ১০টা ২৫ মিনিটে। নগরীর লান্ধি, মালির, কায়েদাবাদ, গুলশান-ই-জওহর, খোখরাপুর, স্টিল টাউনসহ বিভিন্ন এলাকার বাসিন্দারা জানিয়েছেন তারা প্রথম দফার কম্পন অনুভব করেছেন।
দ্বিতীয় ভূমিকম্পটি হয় তার প্রায় ৪০ মিনিট পর—বেলা ১১টা ৪ মিনিটে। এবার ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই বাড়িঘর, দোকান-পাট, অফিস-ব্যাংক-আদালত থেকে বাইরে সড়কে বেরিয়ে আসেন।
এরপর বিকেল, সন্ধ্যা থেকে রাত ১টা ৬ মিনিট পর্যন্ত আরও চারবার ভূমিকম্প হয়েছে করাচিতে। পাকিস্তানের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা পাকিস্তান সিসমোলজি সেন্টার (পিএসসি)-এর শীর্ষ কর্মকর্তা আমির হায়দার জিও নিউজকে বলেছেন, ৬টি ভূমিকম্পের মধ্যে সবচেয়ে শক্তিশালীটির মাত্রা ছিল ৩ দশমিক ৬ এবং সবচেয়ে দুর্বলটির মাত্রা ছিল ৩ দশমিক ২।
সবগুলো এপিসেন্টার ছিল করাচির কায়েদাবাদ এলাকায়, ভূপৃষ্ঠের ১০ থেকে ১২ কিলোমিটার গভীরে। আমির হায়দার জানিয়েছেন, এই ভূমিকম্পগুলোর মূল কারণ লান্ধি ফল্ট এলাকা। এই এলাকায় মাঝে মাঝে ভূকম্প হয় ঠিকই, তবে বিভিন্ন কারণে সেগুলোর মাত্রা কম থাকে এবং তেমন ঝুঁকিপূর্ণ হয় না।
তবে একদিনের মধ্যে ৬ বারের ভূমিকম্পের ঘটনাকে তিনিও বিরল বলে উল্লেখ করেছেন।































