ইমার্জিং এশিয়া কাপ স্থগিত
- সর্বশেষ আপডেট ০৭:০৯:৪১ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
- / 243
শ্রীলঙ্কায় ৬ জুন থেকে নারীদের ইমার্জিং এশিয়া কাপ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) টুর্নামেন্টটি স্থগিত করেছে। কারণ হিসেবে বাজে আবহাওয়া ও স্বাস্থ্যঝুঁকির কথা বলা হয়েছে।
আয়োজক লঙ্কান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা শাম্মি ডি সিলভা এসিসির সিদ্ধান্তের কথা জানিয়েছেন। বাজে আবহাওয়ার বিষয়ে শ্রীলঙ্কার নির্দিষ্ট অঞ্চলে বর্ষা মৌসুম চলার কথা উল্লেখ করা হয়েছে। স্বাস্থ্যঝুঁকি প্রসঙ্গে শ্রীলঙ্কায় চিকুনগুনিয়ার প্রাদুর্ভাবের কথা বলা হয়েছে।
আবহাওয়া ও স্বাস্থ্যঝুঁকির কারণে লঙ্কান বোর্ডের পক্ষ থেকে এসিসির কাছে টুর্নামেন্টটি স্থগিত করার অনুরোধ করা হয়। এর পরিপ্রেক্ষিতে এসিসি এই সিদ্ধান্ত নিয়েছে। তবে এসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তীতে টুর্নামেন্টটি আয়োজন করতে তারা প্রতিজ্ঞাবদ্ধ।
বর্তমানে এসিসির সভাপতির দায়িত্বে রয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। তিনি বলেন, ‘তরুণ নারী ক্রিকেটারদের দক্ষতা উন্নয়ন ও সর্বোচ্চ পর্যায়ে প্রতিযোগিতার সুযোগ করে দিতে এসিসি প্রতিজ্ঞাবদ্ধ। আমরা এই টুর্নামেন্টের গুরুত্ব বুঝি। যত দ্রুত সম্ভব আমরা নতুন সূচি ঘোষণা দিয়ে টুর্নামেন্টটি আয়োজন করতে চাই।’































