চকরিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
- সর্বশেষ আপডেট ১২:২৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
- / 2735
কক্সবাজারের চকরিয়ায় চাঞ্চল্যকর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুল আমিন ওরফে কালাইয়া (৫০) কে গ্রেপ্তার করেছে র্যাব।
রবিবার (৬ জুন) র্যাব-১৫ এর সহকারী পরিচালক আ. ম. ফারুক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
নুরুল আমিন ওরফে কালাইয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ফুলছড়ি এলাকার কবির আহমদের ছেলে।
আ. ম. ফারুক জানান, জমির সীমানা নিয়ে ভিকটিম ও আসামিপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই বিরোধের একপর্যায়ে আসামিপক্ষের ৫-৭ জন ব্যক্তি দেশীয় অস্ত্র দিয়ে ভিকটিমকে গুরুতর জখম করে হত্যা করে। এ ঘটনায় চকরিয়া থানায় মামলা নং-০৪, তারিখ-১১/১২/১৯৯৮, জিআর নং-২৭৫/৯৮, ধারা-৩০২/৩৪ পেনাল কোডে একটি হত্যা মামলা দায়ের হয়। মামলার বিচারিক কার্যক্রম শেষে বিজ্ঞ আদালত আসামি নুরুল আমিনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৩১ মে) রাতে র্যাব-১৫ এর একটি দল চকরিয়ার ফুলছড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আত্মগোপনে থাকা আসামি নুরুল আমিনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজারের চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাব কর্মকর্তা।





































