ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশসহ ১৪ দেশের ব্লক ওয়ার্ক ভিসা স্থগিত করল সৌদি

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১১:৫৬:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • / 497

বাংলাদেশসহ ১৪ দেশের ব্লক ওয়ার্ক ভিসা স্থগিত করল সৌদি

বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ১৪টি দেশের জন্য ব্লক ওয়ার্ক ভিসা সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরব। দেশটির মানবসম্পদ ও সমাজ উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, চলমান হজ মৌসুমে অভিবাসন নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম আরব টাইমস এক প্রতিবেদনে জানায়, এই স্থগিতাদেশ চলতি বছরের জুন মাসের শেষ দিন পর্যন্ত কার্যকর থাকবে।

নতুন এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া, ইয়েমেন এবং মরক্কোর নাগরিকরা আপাতত সৌদি আরবে ব্লক ওয়ার্ক ভিসার আওতায় কাজের সুযোগ পাবেন না।

ব্লক ওয়ার্ক ভিসা এমন একটি নিয়োগ ব্যবস্থা, যার মাধ্যমে সৌদি আরবের প্রতিষ্ঠানগুলো নির্দিষ্ট সংখ্যক বিদেশি কর্মী নিয়োগের অনুমতি পায়। এই ভিসার আওতায় নির্বাচিত কর্মীরা নির্দিষ্ট একটি কোম্পানিতে কাজ করতে সৌদি আরবে প্রবেশ করেন। তবে বর্তমান স্থগিতাদেশের কারণে নতুন নিয়োগ প্রক্রিয়া থেমে গেছে। যাদের ভিসা ইতোমধ্যে অনুমোদিত হলেও তারা এখনও সৌদি আরবে প্রবেশ করেননি, তাদের ক্ষেত্রেও জটিলতা তৈরি হতে পারে।

সৌদি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, হজ মৌসুমে অতিরিক্ত জনসমাগম নিয়ন্ত্রণ, অবৈধভাবে হজ পালনের প্রবণতা রোধ এবং অভিবাসন নীতিমালা কঠোরভাবে বাস্তবায়নের লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এছাড়া, কিছু ব্যক্তি একাধিক ভিসা সুবিধা নিয়ে হজ মৌসুমে অননুমোদিতভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করছেন—এমন পরিস্থিতি দেশটির নিরাপত্তা ও শৃঙ্খলা ব্যবস্থার জন্য হুমকি তৈরি করছে বলেও উল্লেখ করা হয়।

সৌদি সরকার জানিয়েছে, কেবল ব্লক ওয়ার্ক ভিসা নয়—ওমরাহ, পারিবারিক ভিজিট এবং ব্যবসায়িক ভিসার ক্ষেত্রেও সাময়িক কড়াকড়ি আরোপ করা হয়েছে। এসব ভিসার আবেদন প্রক্রিয়ায় বিলম্ব ও বাতিলের হার বেড়েছে।

সৌদি নিয়োগদাতাদের পরামর্শ দেওয়া হয়েছে, যেন তারা বিকল্প দেশ থেকে কর্মী নিয়োগ বা নিয়োগ পরিকল্পনা স্থগিত রাখার বিষয়টি বিবেচনা করেন। একইসঙ্গে ভ্রমণকারীদের সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বাংলাদেশসহ ১৪ দেশের ব্লক ওয়ার্ক ভিসা স্থগিত করল সৌদি

সর্বশেষ আপডেট ১১:৫৬:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫

বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ১৪টি দেশের জন্য ব্লক ওয়ার্ক ভিসা সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরব। দেশটির মানবসম্পদ ও সমাজ উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, চলমান হজ মৌসুমে অভিবাসন নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম আরব টাইমস এক প্রতিবেদনে জানায়, এই স্থগিতাদেশ চলতি বছরের জুন মাসের শেষ দিন পর্যন্ত কার্যকর থাকবে।

নতুন এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া, ইয়েমেন এবং মরক্কোর নাগরিকরা আপাতত সৌদি আরবে ব্লক ওয়ার্ক ভিসার আওতায় কাজের সুযোগ পাবেন না।

ব্লক ওয়ার্ক ভিসা এমন একটি নিয়োগ ব্যবস্থা, যার মাধ্যমে সৌদি আরবের প্রতিষ্ঠানগুলো নির্দিষ্ট সংখ্যক বিদেশি কর্মী নিয়োগের অনুমতি পায়। এই ভিসার আওতায় নির্বাচিত কর্মীরা নির্দিষ্ট একটি কোম্পানিতে কাজ করতে সৌদি আরবে প্রবেশ করেন। তবে বর্তমান স্থগিতাদেশের কারণে নতুন নিয়োগ প্রক্রিয়া থেমে গেছে। যাদের ভিসা ইতোমধ্যে অনুমোদিত হলেও তারা এখনও সৌদি আরবে প্রবেশ করেননি, তাদের ক্ষেত্রেও জটিলতা তৈরি হতে পারে।

সৌদি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, হজ মৌসুমে অতিরিক্ত জনসমাগম নিয়ন্ত্রণ, অবৈধভাবে হজ পালনের প্রবণতা রোধ এবং অভিবাসন নীতিমালা কঠোরভাবে বাস্তবায়নের লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এছাড়া, কিছু ব্যক্তি একাধিক ভিসা সুবিধা নিয়ে হজ মৌসুমে অননুমোদিতভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করছেন—এমন পরিস্থিতি দেশটির নিরাপত্তা ও শৃঙ্খলা ব্যবস্থার জন্য হুমকি তৈরি করছে বলেও উল্লেখ করা হয়।

সৌদি সরকার জানিয়েছে, কেবল ব্লক ওয়ার্ক ভিসা নয়—ওমরাহ, পারিবারিক ভিজিট এবং ব্যবসায়িক ভিসার ক্ষেত্রেও সাময়িক কড়াকড়ি আরোপ করা হয়েছে। এসব ভিসার আবেদন প্রক্রিয়ায় বিলম্ব ও বাতিলের হার বেড়েছে।

সৌদি নিয়োগদাতাদের পরামর্শ দেওয়া হয়েছে, যেন তারা বিকল্প দেশ থেকে কর্মী নিয়োগ বা নিয়োগ পরিকল্পনা স্থগিত রাখার বিষয়টি বিবেচনা করেন। একইসঙ্গে ভ্রমণকারীদের সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।