ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ৯ জনকে পুশইন

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
  • সর্বশেষ আপডেট ০৯:৪৩:২৪ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • / 155

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ৯ জনকে পুশইন

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতের কাঁটাতারবিহীন চরাঞ্চলীয় সীমান্ত দিয়ে ৯ বাংলাদেশি নাগরিককে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (৩১ মে) সকাল ১০টায় উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত বাজার এলাকা থেকে তাদের আটক করে বিজিবি।

আটককৃতদের বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি ও নাগেশ্বরী উপজেলায়। তারা হলেন, ফুলবাড়ি উপজেলার বড়ভিটা গ্রামের মো. এনামুল হক (৪২), তার স্ত্রী মোছা. শেফালী খাতুন (৩৫), ছেলে মো. লিটন (১৭), মো. আবু বক্কর সিদ্দিক (১৪) ও মেয়ে মোছা. খুশি খাতুন (১১) এবং নাগেশ্বরী উপজেলার কুটিবামনডাঙ্গা গ্রামের মো. সাইফুল ইসলাম (৬৫), তার স্ত্রী মোছা. রিমা (৫৫), মেয়ে মোছা. তাছলিমা (১৪) ও ছেলে মো. আব্দুল হামিদ (৯)।

শনিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে কুষ্টিয়া-৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহবুব মুর্শেদ রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, প্রায় ৪ বছর আগে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী থানার বামনহাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে তারা। সেখানে দিল্লির রামপুরা থানাধীন একটি এলাকায় ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করছিলেন তারা।

সম্প্রতি ভারতে অবৈধ বাংলাদেশি নাগরিকদের ধরপাকড় বেড়ে যাওয়ায়, তারা স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করে স্বেচ্ছায় দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেন। এরপর শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভারতের কাঁটাতারবিহীন চরাঞ্চল দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয়।

পরে তারা বিভিন্ন যানবাহনে করে দৌলতপুর উপজেলার ভাগজোত ঘাটে পৌঁছালে স্থানীয়দের সহায়তায় বিজিবি তাদের আটক করে।

আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে স্থানীয় থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ৯ জনকে পুশইন

সর্বশেষ আপডেট ০৯:৪৩:২৪ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতের কাঁটাতারবিহীন চরাঞ্চলীয় সীমান্ত দিয়ে ৯ বাংলাদেশি নাগরিককে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (৩১ মে) সকাল ১০টায় উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত বাজার এলাকা থেকে তাদের আটক করে বিজিবি।

আটককৃতদের বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি ও নাগেশ্বরী উপজেলায়। তারা হলেন, ফুলবাড়ি উপজেলার বড়ভিটা গ্রামের মো. এনামুল হক (৪২), তার স্ত্রী মোছা. শেফালী খাতুন (৩৫), ছেলে মো. লিটন (১৭), মো. আবু বক্কর সিদ্দিক (১৪) ও মেয়ে মোছা. খুশি খাতুন (১১) এবং নাগেশ্বরী উপজেলার কুটিবামনডাঙ্গা গ্রামের মো. সাইফুল ইসলাম (৬৫), তার স্ত্রী মোছা. রিমা (৫৫), মেয়ে মোছা. তাছলিমা (১৪) ও ছেলে মো. আব্দুল হামিদ (৯)।

শনিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে কুষ্টিয়া-৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহবুব মুর্শেদ রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, প্রায় ৪ বছর আগে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী থানার বামনহাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে তারা। সেখানে দিল্লির রামপুরা থানাধীন একটি এলাকায় ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করছিলেন তারা।

সম্প্রতি ভারতে অবৈধ বাংলাদেশি নাগরিকদের ধরপাকড় বেড়ে যাওয়ায়, তারা স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করে স্বেচ্ছায় দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেন। এরপর শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভারতের কাঁটাতারবিহীন চরাঞ্চল দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয়।

পরে তারা বিভিন্ন যানবাহনে করে দৌলতপুর উপজেলার ভাগজোত ঘাটে পৌঁছালে স্থানীয়দের সহায়তায় বিজিবি তাদের আটক করে।

আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে স্থানীয় থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।