যশোরে তক্ষকসহ দু’পাচারকারি আটক
- সর্বশেষ আপডেট ০৫:২৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
- / 565
যশোরের শার্শায় বিলুপ্ত প্রায় বন্যপ্রাণী তক্ষক সাপসহ করিম হোসেন (৪৮) ও মামুনুর রশীদ (৪২) নামে দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ। সোমবার (১৯ মে) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার উলাশী ইউনিয়নের মাটিপুকুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটক করিম হোসেন মাটিপুকুর গ্রামের মৃত হাসেম আলী ব্যাপারীর ছেলে ও মামুনুর রশীদ মেহেরপুর জেলার গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের আব্দুল হান্নানের ছেলে।
পুলিশ জানায়, এসআই হযরত আলী ও এসআই সোহানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার মাটিপুকুর গ্রামে অভিযান চালিয়ে করিম হোসেন ও মামুনুর রশীদকে আটক করেন। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আসামী করিমের ঘরের ভিতরে প্লাস্টিকের বাস্কেটের ভিতর রাখা একটি তক্ষক সাপ উদ্ধার করে।
পুলিশ আরো জানায়, আসামী করিম হোসেনের বিরুদ্ধে থানায় একই অপরাধের আরো একটি মামলা রয়েছে।
যশোরের শার্শা থানার অফিসার ইনচার্জ কেএম রবিউল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এ সংক্রান্ত বিষয়ে থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং আটকদের আদালতে সোপর্দ করা হয়েছে।
‘তক্ষক’ এর আকৃতি ১৭ ইঞ্চি হলেই দাম পাওয়া যাবে হাজার কোটি টাকা! চরম বিস্ময়কর ও অতি লোভনীয় এই তথ্যটির সত্যতা যাচাই না করেই এক শ্রেণির অর্থলোভী মানুষ কয়েক বছর ধরেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেমে পড়েছেন ‘তক্ষক’ সংগ্রহে। এই চক্রের ফাঁদে পড়ে অনেকেই সর্বস্ব হারিয়েছে।
































