শিরোনাম
চোখ
শিল্প সাহিত্য ডেস্ক
- সর্বশেষ আপডেট ০৮:০৫:০৮ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
- / 1166
চোখ
– সাগর আহমেদ
আমি এক সমুদ্র নীল জল নিয়ে
তোমার অন্ধ চোখে তাকাতেই
আমার ভালোবাসা ভরা আকাশে
উড়ে যায় উড়াল বাতাসে ভালোবাসার সেই গাঙ্গচিল,
অথচ তুমি সুন্দর দুটি পাথরের চোখে চেয়ে
ভালোবাসা দেখো না,প্রেম বোঝো না
বসন্তের কোকিল ডাকে বৃথা আস্ফালনে
তুমি সমুদ্রের নীলের মাঝে এঁকে দাও বেদনার নীল।
অন্ধ চোখে প্রেম খেলে অর্থহীন এক যাতনার খেলা।
জন্মান্তরে তোমার কাজল চোখে খুঁজব প্রেম সারাবেলা।





































