গৌরনদীতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- সর্বশেষ আপডেট ০৩:৩৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
- / 121
সড়ক দুর্ঘটনায় পঞ্চম শ্রেণির ছাত্র জয় দত্ত নিহতের জেরে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসী। তাদের দাবি মহাসড়কের তারাকুপি মোহাম্মদ আলী ব্রিজ সংলগ্ন এলাকায় স্পিড বেকার, জেব্রা ক্রসিং স্থাপনসহ দুর্ঘটনা প্রবণনতাকে এড়িয়ে নিরাপত্তা ব্যবস্থা চালু করার।
মঙ্গলবার প্রায় এক ঘন্টর বেশী সময় মহাসড়ক অবরোধ থাকায় সড়কের দু’পাশে প্রায় ২ কিলোমিটার এলাকা জুড়ে যানবাহন আটকা পরে চরম ভোগান্তিতে পড়েন জনসাধারণ। পরবর্তীতে সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী অফিসার মো. আবু আবদুল্লাহ খান ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. রাজিব হোসেনের আশ্বাসে বিক্ষুদ্ধরা অবরোধ তুলে নিলে যানচলাচল স্বাভাবিক হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ছাত্র রাসেল সন্যামত, তপন দত্ত, শান্ত দত্ত, শিমুল সমদ্দারসহ আরো অনেকে। প্রতিবাদকারীরা অভিযোগ করেছেন, সড়কটির এই অংশে সড়ক দুর্ঘটনার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং স্থানীয়দের চলাচলে নিরাপত্তার অভাব দেখা দিয়েছে। তারা বলেন, প্রতিদিন স্কুল-কলেজে যাওয়া শিক্ষার্থীরা এবং স্থানীয়রা ঝুঁকির মধ্যে পড়ছেন। স্পিড বেকার ও জেব্রা ক্রসিং স্থাপন করলে দুর্ঘটনা কমানোর পাশাপাশি তাদের চলাচল আরও নিরাপদ হবে।
উল্লেখ্য, সোমবার সকালে ওই একই স্থানে যাত্রীবাহী বাসের চাপায় পঞ্চম শ্রেণির স্কুল ছাত্র জয় দত্ত নিহত হন।





































