ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় দুই গরু চোর আটক

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
  • সর্বশেষ আপডেট ০৪:৩০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
  • / 186

আটক দুই গরু চোর

কুষ্টিয়ার মিরপুরে গরু চুরির সময় দুই চোরকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। গত রাত ১টার দিকে পৌরসভার নওয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃত চোর চক্রের সদস্যরা হলেন, একই এলাকার মসলেমের ছেলে রবিউল (৪৫) ও তাসফেরের ছেলে অনিক (২৪)। আজ শুক্রবার সকালে দুই চোর আটকের খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে তাদের দেখতে উৎসুক জনতা ভিড় করেন। এ সময় চোরদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে শাস্তির দাবি জানান তারা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গেল রাতে পৌরসভার নওয়াপাড়া এলাকার সাইফুল নামে এক ব্যক্তির বাড়িতে গরু চুরির উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছেলেন রবিউল ও অনিক সহ চোর চক্রের সদস্যরা। এসময় ওই লোকজন টের পেয়ে চোর চোর বলে ডাক-চিৎকার করলে আশপাশের লোকজন এসে দুজনকে আটক করে পুলিশে দেয়। এসময় অন্য চোর চক্রের সদস্যরা পালিয়ে যায়। এলাকায় অভিযোগ রয়েছে এই চক্রের সদস্যরা এর আগেও গরু চুরির সঙ্গে জড়িত।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে আটককৃত চোরদের থানায় নিয়ে আসা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাদের আদালতে সোপর্দ করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কুষ্টিয়ায় দুই গরু চোর আটক

সর্বশেষ আপডেট ০৪:৩০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫

কুষ্টিয়ার মিরপুরে গরু চুরির সময় দুই চোরকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। গত রাত ১টার দিকে পৌরসভার নওয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃত চোর চক্রের সদস্যরা হলেন, একই এলাকার মসলেমের ছেলে রবিউল (৪৫) ও তাসফেরের ছেলে অনিক (২৪)। আজ শুক্রবার সকালে দুই চোর আটকের খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে তাদের দেখতে উৎসুক জনতা ভিড় করেন। এ সময় চোরদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে শাস্তির দাবি জানান তারা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গেল রাতে পৌরসভার নওয়াপাড়া এলাকার সাইফুল নামে এক ব্যক্তির বাড়িতে গরু চুরির উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছেলেন রবিউল ও অনিক সহ চোর চক্রের সদস্যরা। এসময় ওই লোকজন টের পেয়ে চোর চোর বলে ডাক-চিৎকার করলে আশপাশের লোকজন এসে দুজনকে আটক করে পুলিশে দেয়। এসময় অন্য চোর চক্রের সদস্যরা পালিয়ে যায়। এলাকায় অভিযোগ রয়েছে এই চক্রের সদস্যরা এর আগেও গরু চুরির সঙ্গে জড়িত।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে আটককৃত চোরদের থানায় নিয়ে আসা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাদের আদালতে সোপর্দ করা হবে।