ঢাকা ১১:১৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
লিজ বাতিল

খালের জমিতে বন্যা’র গানের স্কুল !

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:০২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
  • / 190

রবীন্দ্র সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা

প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার প্রতিষ্ঠান ‘সুরের ধারা’র জমির লিজ বাতিল করেছে সরকার।

আজ বৃহস্পতিবার ভূমি মন্ত্রণালয়ের খাস জমি-১ অধিশাখার উপসচিব মো. আমিনুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জমিটি রাজধানীর মোহাম্মদপুর থানার রামচন্দ্রপুর মৌজায় অবস্থিত। বাতিল হওয়া জমিটি খাস খতিয়ানভুক্ত, যার দাগ নম্বর সিএস ও এসএ-৬৯২, আরএস-১৮৯৫, সিটি-১১৬৬৭ এবং ১১৪১২। মোট জমির পরিমাণ শূন্য দশমিক পাঁচ এক দুই শূন্য একর। উক্ত জমির সিএস ও আরএস রেকর্ডে ‘খাল’ হিসেবে শ্রেণিকরণ থাকার কারণে এই বন্দোবস্ত বাতিল করা হয়েছে।
খালের জমি বরাদ্দ
খালের জমিতে ‘সুরের ধারা”
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে ভূমি মন্ত্রণালয়ে প্রতিবেদন প্রেরণ করার জন্য জেলা প্রশাসক, ঢাকাকে অনুরোধ করা হয়েছে। এই জমি দীর্ঘমেয়াদি বন্দোবস্তে সুরের ধারার চেয়ারম্যান ও অধ্যক্ষ, রেজওয়ানা চৌধুরী বন্যার পক্ষে অনুমোদিত হয়েছিল।
জানা যায়, ২০২২ সালের ১২ জুন সুরের ধারার নামে ওই জমি দীর্ঘমেয়াদে ইজারা দেওয়া হয়। সুরের ধারার পক্ষে রেজওয়ানা চৌধুরী বন্যা ২/৭, লালমাটিয়া, ব্লক-বি, ১২০৭-এর অনুকূলে ওই জায়গা বরাদ্দ দেওয়া হয়। আর সরকারের পক্ষে ওই জায়গা বরাদ্দে স্বাক্ষর করেন তৎকালীন জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম।
লিজ বাতিল করে বিজ্ঞপ্তি
লিজ বাতিল করে বিজ্ঞপ্তি

 

বরাদ্দের শর্তে বলা হয়েছে, ৩০ বছরের জন্য বরাদ্দ দেওয়া হলো; তবে বরাদ্দ গ্রহীতার ৯৯ বছর পর্যন্ত নবায়নের অধিকার থাকবে। সিএস, এসএ এবং আরএস রেকর্ডে ওই জায়গা খাল হিসেবে দেখানো হয়েছে। তবে সিটি জরিপের সময় দখলদাররা খালের অংশ ভরাট করে ফেলায় ওই জমির শ্রেণি নাল হিসেবে দেখানো হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

লিজ বাতিল

খালের জমিতে বন্যা’র গানের স্কুল !

সর্বশেষ আপডেট ০৪:০২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪

প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার প্রতিষ্ঠান ‘সুরের ধারা’র জমির লিজ বাতিল করেছে সরকার।

আজ বৃহস্পতিবার ভূমি মন্ত্রণালয়ের খাস জমি-১ অধিশাখার উপসচিব মো. আমিনুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জমিটি রাজধানীর মোহাম্মদপুর থানার রামচন্দ্রপুর মৌজায় অবস্থিত। বাতিল হওয়া জমিটি খাস খতিয়ানভুক্ত, যার দাগ নম্বর সিএস ও এসএ-৬৯২, আরএস-১৮৯৫, সিটি-১১৬৬৭ এবং ১১৪১২। মোট জমির পরিমাণ শূন্য দশমিক পাঁচ এক দুই শূন্য একর। উক্ত জমির সিএস ও আরএস রেকর্ডে ‘খাল’ হিসেবে শ্রেণিকরণ থাকার কারণে এই বন্দোবস্ত বাতিল করা হয়েছে।
খালের জমি বরাদ্দ
খালের জমিতে ‘সুরের ধারা”
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে ভূমি মন্ত্রণালয়ে প্রতিবেদন প্রেরণ করার জন্য জেলা প্রশাসক, ঢাকাকে অনুরোধ করা হয়েছে। এই জমি দীর্ঘমেয়াদি বন্দোবস্তে সুরের ধারার চেয়ারম্যান ও অধ্যক্ষ, রেজওয়ানা চৌধুরী বন্যার পক্ষে অনুমোদিত হয়েছিল।
জানা যায়, ২০২২ সালের ১২ জুন সুরের ধারার নামে ওই জমি দীর্ঘমেয়াদে ইজারা দেওয়া হয়। সুরের ধারার পক্ষে রেজওয়ানা চৌধুরী বন্যা ২/৭, লালমাটিয়া, ব্লক-বি, ১২০৭-এর অনুকূলে ওই জায়গা বরাদ্দ দেওয়া হয়। আর সরকারের পক্ষে ওই জায়গা বরাদ্দে স্বাক্ষর করেন তৎকালীন জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম।
লিজ বাতিল করে বিজ্ঞপ্তি
লিজ বাতিল করে বিজ্ঞপ্তি

 

বরাদ্দের শর্তে বলা হয়েছে, ৩০ বছরের জন্য বরাদ্দ দেওয়া হলো; তবে বরাদ্দ গ্রহীতার ৯৯ বছর পর্যন্ত নবায়নের অধিকার থাকবে। সিএস, এসএ এবং আরএস রেকর্ডে ওই জায়গা খাল হিসেবে দেখানো হয়েছে। তবে সিটি জরিপের সময় দখলদাররা খালের অংশ ভরাট করে ফেলায় ওই জমির শ্রেণি নাল হিসেবে দেখানো হয়েছে।