ঢাকা ০২:৩০ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

টানা চার দিনের ছুটিতে দেশ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:৪৭:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
  • / 352

সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উপলক্ষ্যে এবার টানা চার দিন ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা। বিকেলে অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশে আগামী ১০ অক্টোবর সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করায় এই সুযোগ মিলছে। জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করেছে।

গত ২ অক্টোবর মহালয়ায় দুর্গতিনাশিনী দেবী দুর্গাকে মর্ত্যে আহ্বান জানানোর মধ্য দিয়ে শুরু হয়েছে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।

৯ অক্টোবর ষষ্ঠীর মধ্যে দিয়ে শুরু হবে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। আর ১৩ অক্টোবর দশমীর দিন দেবী বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উসব।

সাধারণত দশমীর দিন সরকারি ছুটি থাকে। এবার রোববার দশমী হওয়ায় আগের দুইদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি নিয়ে তিন দিন ছুটি ভোগ করতে পারতেন চাকরিজীবীরা।

তবে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবারও ছুটি থাকায় এবার পূজার ছুটি চারদিন হয়ে গেল।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, “আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে ১০ অক্টোবর বৃহস্পতিবার দেশব্যাপী নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হল। সাধারণ ছুটিকালীন সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে।”

পূজার ছুটি যে একদিন বাড়ছে তা মঙ্গলবার দিনের প্রথমভাগেই জানিয়েছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

সকালে ঢাকেশ্বরী মন্দিরে দূর্গাপূজার প্রস্তুতি পরিদর্শন শেষে তিনি বলেছিলেন, ‘‘পূজার ছুটি একদিন বাড়ানো হচ্ছে। বৃহস্পতিবারও পূজার ছুটি থাকবে। আজকেই প্রজ্ঞাপন দেওয়া হবে।”

কয়েক ঘণ্টা পরিই ছুটির প্রজ্ঞাপন জারি হয়।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

টানা চার দিনের ছুটিতে দেশ

সর্বশেষ আপডেট ১১:৪৭:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪

সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উপলক্ষ্যে এবার টানা চার দিন ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা। বিকেলে অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশে আগামী ১০ অক্টোবর সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করায় এই সুযোগ মিলছে। জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করেছে।

গত ২ অক্টোবর মহালয়ায় দুর্গতিনাশিনী দেবী দুর্গাকে মর্ত্যে আহ্বান জানানোর মধ্য দিয়ে শুরু হয়েছে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।

৯ অক্টোবর ষষ্ঠীর মধ্যে দিয়ে শুরু হবে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। আর ১৩ অক্টোবর দশমীর দিন দেবী বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উসব।

সাধারণত দশমীর দিন সরকারি ছুটি থাকে। এবার রোববার দশমী হওয়ায় আগের দুইদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি নিয়ে তিন দিন ছুটি ভোগ করতে পারতেন চাকরিজীবীরা।

তবে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবারও ছুটি থাকায় এবার পূজার ছুটি চারদিন হয়ে গেল।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, “আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে ১০ অক্টোবর বৃহস্পতিবার দেশব্যাপী নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হল। সাধারণ ছুটিকালীন সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে।”

পূজার ছুটি যে একদিন বাড়ছে তা মঙ্গলবার দিনের প্রথমভাগেই জানিয়েছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

সকালে ঢাকেশ্বরী মন্দিরে দূর্গাপূজার প্রস্তুতি পরিদর্শন শেষে তিনি বলেছিলেন, ‘‘পূজার ছুটি একদিন বাড়ানো হচ্ছে। বৃহস্পতিবারও পূজার ছুটি থাকবে। আজকেই প্রজ্ঞাপন দেওয়া হবে।”

কয়েক ঘণ্টা পরিই ছুটির প্রজ্ঞাপন জারি হয়।