শিক্ষার্থীদের ক্রীড়া ও মেধা উৎসব রায়পুরায়
- সর্বশেষ আপডেট ০৯:১০:২৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
- / 52
নরসিংদীর রায়পুরায় মধ্যনগর আইডিয়াল হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রয়াত দুদু মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়।
শনিবার সকালে বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা সভাপতি শামসুল ইয়ামিন চৌধুরী মামুন, এবং সঞ্চালনা করেন প্রধান শিক্ষক আঃ রহমান। কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন পেশার অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথিকে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা ফুল দিয়ে বরণ করেন।
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশনা উপভোগ করা হয়। পরে প্রধান অতিথি ন্যাশনাল ব্যাংকের (অবঃ) ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি ইকরামুল হক নবী শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের গুণাবলী ও বিদ্যালয়ের অগ্রগতি তুলে ধরে পরামর্শমূলক বক্তব্য রাখেন এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করেন। এছাড়াও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রায়পুরা চরাঞ্চল থানা বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক এড. জসিম উদ্দিন আহমেদ। অনুষ্ঠান উদ্বোধন করেন প্রয়াত দুদু মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান, দৈনিক মানবজমিনের নরসিংদী জেলা প্রতিনিধি ও রায়পুরা চরাঞ্চল থানা বাস্তবায়ন পরিষদের প্রচার উপকমিটির আহ্বায়ক সাংবাদিক বশির আহম্মদ মোল্লা।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাড়াতলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: জহির মিয়া, কেরানীগঞ্জ কাঁচামাল আড়ৎ মালিক সমিতির সভাপতি মো: জিয়াউর রহমান, রায়পুরা চরাঞ্চল থানা বাস্তবায়ন পরিষদের যুগ্ম আহ্বায়করা- আমিনুল হক ফুল মিয়া, মহিবুর রহমান, মো: স্বপন মাষ্টার, শাহ আলম, আবু তাহের, এনামুল হক নয়নসহ সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী উজ্ঝল রানা, হাজী সামসুল হক সুরুজ, এবং অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত আয়োজনটি বিদ্যালয়ের শিক্ষার মান বৃদ্ধি, শিক্ষার্থীদের ক্রীড়ার প্রতি উৎসাহ প্রদান এবং মেধাবী শিক্ষার্থীদের পরিচর্যা ও প্রেরণা প্রদানের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব বহন করে।
















