ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইলিশের ট্রাকে ছাত্রদলের চাঁদাবাজি

নিজস্ব প্রতিবেদক, ববি (বরিশাল)
  • সর্বশেষ আপডেট ০৮:৩৫:১৯ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • / 43

ইলিশের ট্রাকে চাঁদাবাজির অভিযোগ উঠেছে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিরুদ্ধে।

 

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে ভোলা-বরিশাল মহাসড়কে মধ্যরাতে ইলিশবাহী ট্রাক আটকে চাঁদা দাবি ও চালককে মারধরের অভিযোগ উঠেছে। চাঁদাবাজির হাত থেকে রেহাই পেতে ভুক্তভোগী ট্রাকচালক ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহায়তা চান।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে ভোলা-বরিশাল মহাসড়কের তালুকদার মার্কেট এলাকায়।

ভুক্তভোগী মাছ ব্যবসায়ী মনির হোসেন অভিযোগ করেন, ভোলা চরফ্যাশন থেকে প্রশাসনের ছাড়পত্র নিয়ে বৈধ ইলিশ মাছ ঢাকায় নেওয়ার পথে কয়েকটি মোটরসাইকেলে থাকা ববি শাখা ছাত্রদল নেতাকর্মীরা তাদের ট্রাক তাড়া করে থামান। পরে গাড়িতে অবৈধ মাছ রয়েছে দাবি করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। পুলিশ প্রশাসনের উপস্থিতি ছাড়া গাড়ি পাশের সড়কে নিতে অস্বীকৃতি জানালে চালককে মারধর করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, টাকা না দিলে অবৈধ মাছের অভিযোগে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। পরিস্থিতি বেগতিক দেখে চালকের সহকারী ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি উদ্ধার করে সেনা হেফাজতে নেয়।

সূত্র জানায়, অভিযুক্তদের মধ্যে রয়েছেন ববি ইংরেজি বিভাগের ২০১৮–১৯ সেশনের শিক্ষার্থী মিয়া বাবুল, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২১-২২ সেশনের আবু হায়দার রোশান, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও ইংরেজি বিভাগের ২০১৯-২০ সেশনের মিজানুর রহমান, রসায়ন বিভাগের সাকিবুল হাসানসহ আরও কয়েকজন শিক্ষার্থী।

ঘটনাস্থলে উপস্থিত বন্দর থানার এসআই অনাদি জানান, ৯৯৯ কল পেয়ে তারা ঘটনাস্থলে যান। অভিযোগ রয়েছে, অজ্ঞাতনামা ১০-১২ জন ব্যক্তি ট্রাকটি আটকে চাঁদা দাবি করেছেন। তবে অপর পক্ষ দাবি করছে, তাদের একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি তদন্তাধীন।

এ বিষয়ে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বলেন, মোটরসাইকেল দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। চাঁদাবাজি বা মারধরের বিষয়ে তিনি অবগত নন।

অভিযুক্ত মিয়া বাবুল চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে বলেন, ট্রাকটি তাদের মোটরসাইকেলে ধাক্কা দিলে ক্ষয়ক্ষতি হয়। বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে সেনাবাহিনী এসে গাড়ি তল্লাশি করে অবৈধ কিছু না পেয়ে হেফাজতে নেয়।

ববি ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন এবং আপনার কাছ থেকেই প্রথম শুনেছেন।

ঘটনাস্থলে উপস্থিত সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান, ট্রাকে থাকা সব ইলিশ ১০ ইঞ্চির বেশি হওয়ায় অবৈধতার অভিযোগ সত্য নয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গাড়িটি নিরাপত্তার স্বার্থে সেনা হেফাজতে নেওয়া হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ইলিশের ট্রাকে ছাত্রদলের চাঁদাবাজি

সর্বশেষ আপডেট ০৮:৩৫:১৯ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

 

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে ভোলা-বরিশাল মহাসড়কে মধ্যরাতে ইলিশবাহী ট্রাক আটকে চাঁদা দাবি ও চালককে মারধরের অভিযোগ উঠেছে। চাঁদাবাজির হাত থেকে রেহাই পেতে ভুক্তভোগী ট্রাকচালক ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহায়তা চান।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে ভোলা-বরিশাল মহাসড়কের তালুকদার মার্কেট এলাকায়।

ভুক্তভোগী মাছ ব্যবসায়ী মনির হোসেন অভিযোগ করেন, ভোলা চরফ্যাশন থেকে প্রশাসনের ছাড়পত্র নিয়ে বৈধ ইলিশ মাছ ঢাকায় নেওয়ার পথে কয়েকটি মোটরসাইকেলে থাকা ববি শাখা ছাত্রদল নেতাকর্মীরা তাদের ট্রাক তাড়া করে থামান। পরে গাড়িতে অবৈধ মাছ রয়েছে দাবি করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। পুলিশ প্রশাসনের উপস্থিতি ছাড়া গাড়ি পাশের সড়কে নিতে অস্বীকৃতি জানালে চালককে মারধর করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, টাকা না দিলে অবৈধ মাছের অভিযোগে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। পরিস্থিতি বেগতিক দেখে চালকের সহকারী ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি উদ্ধার করে সেনা হেফাজতে নেয়।

সূত্র জানায়, অভিযুক্তদের মধ্যে রয়েছেন ববি ইংরেজি বিভাগের ২০১৮–১৯ সেশনের শিক্ষার্থী মিয়া বাবুল, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২১-২২ সেশনের আবু হায়দার রোশান, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও ইংরেজি বিভাগের ২০১৯-২০ সেশনের মিজানুর রহমান, রসায়ন বিভাগের সাকিবুল হাসানসহ আরও কয়েকজন শিক্ষার্থী।

ঘটনাস্থলে উপস্থিত বন্দর থানার এসআই অনাদি জানান, ৯৯৯ কল পেয়ে তারা ঘটনাস্থলে যান। অভিযোগ রয়েছে, অজ্ঞাতনামা ১০-১২ জন ব্যক্তি ট্রাকটি আটকে চাঁদা দাবি করেছেন। তবে অপর পক্ষ দাবি করছে, তাদের একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি তদন্তাধীন।

এ বিষয়ে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বলেন, মোটরসাইকেল দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। চাঁদাবাজি বা মারধরের বিষয়ে তিনি অবগত নন।

অভিযুক্ত মিয়া বাবুল চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে বলেন, ট্রাকটি তাদের মোটরসাইকেলে ধাক্কা দিলে ক্ষয়ক্ষতি হয়। বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে সেনাবাহিনী এসে গাড়ি তল্লাশি করে অবৈধ কিছু না পেয়ে হেফাজতে নেয়।

ববি ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন এবং আপনার কাছ থেকেই প্রথম শুনেছেন।

ঘটনাস্থলে উপস্থিত সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান, ট্রাকে থাকা সব ইলিশ ১০ ইঞ্চির বেশি হওয়ায় অবৈধতার অভিযোগ সত্য নয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গাড়িটি নিরাপত্তার স্বার্থে সেনা হেফাজতে নেওয়া হয়।