ঢাকা ০৯:২১ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এবার জাতীয় স্বার্থ রক্ষার নির্বাচন: ইসি সানাউল্লাহ

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৫:৫১:৩১ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • / 10

সংগৃহীত ছবি

ভোলায় আয়োজিত এক সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, আসন্ন নির্বাচন কোনো নিয়মরক্ষার আনুষ্ঠানিকতা নয়, বরং জাতীয় স্বার্থ, সামাজিক স্থিতিশীলতা ও জনগণের প্রত্যাশা রক্ষার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব।

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, এবারের নির্বাচন শুধু সাংবিধানিক দায় পালনের বিষয় নয়, এটি দেশের ভবিষ্যৎ ও স্থিতিশীলতা রক্ষার সঙ্গে সরাসরি জড়িত। শনিবার সকালে ভোলার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের এক সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ভিজিল্যান্স ও অবজারভেশন টিম সক্রিয়ভাবে কাজ করবে। ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে কেন্দ্রভিত্তিক নজরদারি আরও জোরদার করা হবে।

ইসি সানাউল্লাহ জানান, ভোটকেন্দ্রে মাদকাসক্ত ব্যক্তি ও কিশোর গ্যাংয়ের উপস্থিতি রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। এ বিষয়ে কোনো ধরনের শিথিলতা সহ্য করা হবে না বলেও তিনি সতর্ক করেন।

নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সব পক্ষকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি সুন্দর, গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কমিশনের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, অনিয়ম, গুজব ও বিশৃঙ্খলা রোধে আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে। যেকোনো ধরনের সমস্যা দ্রুত শনাক্ত ও প্রতিরোধে সংশ্লিষ্টদের সর্বদা সতর্ক থাকতে হবে।

সভায় নির্বাচনকালীন প্রস্তুতি, ভোটকেন্দ্রের নিরাপত্তা, আচরণবিধি প্রতিপালন এবং অনিয়ম প্রতিরোধের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ডা. শামীম রহমান, ভোলার পুলিশ সুপার শহিদুল্লাহ কাউছারসহ নির্বাচন কমিশনের প্রতিনিধি, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং নির্বাচনকালীন দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এবার জাতীয় স্বার্থ রক্ষার নির্বাচন: ইসি সানাউল্লাহ

সর্বশেষ আপডেট ০৫:৫১:৩১ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

ভোলায় আয়োজিত এক সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, আসন্ন নির্বাচন কোনো নিয়মরক্ষার আনুষ্ঠানিকতা নয়, বরং জাতীয় স্বার্থ, সামাজিক স্থিতিশীলতা ও জনগণের প্রত্যাশা রক্ষার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব।

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, এবারের নির্বাচন শুধু সাংবিধানিক দায় পালনের বিষয় নয়, এটি দেশের ভবিষ্যৎ ও স্থিতিশীলতা রক্ষার সঙ্গে সরাসরি জড়িত। শনিবার সকালে ভোলার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের এক সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ভিজিল্যান্স ও অবজারভেশন টিম সক্রিয়ভাবে কাজ করবে। ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে কেন্দ্রভিত্তিক নজরদারি আরও জোরদার করা হবে।

ইসি সানাউল্লাহ জানান, ভোটকেন্দ্রে মাদকাসক্ত ব্যক্তি ও কিশোর গ্যাংয়ের উপস্থিতি রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। এ বিষয়ে কোনো ধরনের শিথিলতা সহ্য করা হবে না বলেও তিনি সতর্ক করেন।

নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সব পক্ষকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি সুন্দর, গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কমিশনের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, অনিয়ম, গুজব ও বিশৃঙ্খলা রোধে আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে। যেকোনো ধরনের সমস্যা দ্রুত শনাক্ত ও প্রতিরোধে সংশ্লিষ্টদের সর্বদা সতর্ক থাকতে হবে।

সভায় নির্বাচনকালীন প্রস্তুতি, ভোটকেন্দ্রের নিরাপত্তা, আচরণবিধি প্রতিপালন এবং অনিয়ম প্রতিরোধের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ডা. শামীম রহমান, ভোলার পুলিশ সুপার শহিদুল্লাহ কাউছারসহ নির্বাচন কমিশনের প্রতিনিধি, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং নির্বাচনকালীন দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।