ঢাকা ০৯:২১ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চরমোনাই পীরের কাঠগড়ায় জামায়াত

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৫:৪৫:২৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • / 16

নরসিংদীর এক নির্বাচনী জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম জামায়াতে ইসলামীর বিরুদ্ধে দ্বিমুখী রাজনীতি, গোপন বৈঠক এবং আদর্শিক বিচ্যুতির অভিযোগ তুলেছেন। তিনি বলেন, প্রকাশ্যে এক কথা বললেও বাস্তবে ভিন্ন পথে চলছে দলটি, যা এখন দেশের মানুষ বুঝে গেছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম জামায়াতে ইসলামীর বিরুদ্ধে প্রকাশ্য ও গোপন অবস্থানের ভিন্নতা নিয়ে কঠোর সমালোচনা করেছেন। শুক্রবার রাতে নরসিংদী সদর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কসংলগ্ন পুলিশ লাইন্স এলাকায় এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জামায়াত মুখে এক কথা বলে, কিন্তু আড়ালে গিয়ে যুক্তরাষ্ট্র ও ভারতের সঙ্গে বৈঠক করে।

তিনি বলেন, রাজনৈতিক বৈঠক হতেই পারে, তবে সেগুলো গোপনে কেন করা হয়, তা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে। এসব গোপন কর্মকাণ্ডের পেছনে স্বচ্ছতার অভাব রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

চরমোনাই পীর বলেন, গত ৫৪ বছর ধরে দেশ নীতিগত ও আদর্শিক ভিত্তিতে পরিচালিত হয়নি। ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর দেশকে নতুনভাবে গড়ে তোলার সুযোগ তৈরি হয়েছিল। সে সময় ইসলাম ও মানবতার পক্ষে একটি নতুন রাজনৈতিক সমঝোতা গড়ে তোলার প্রত্যাশা ছিল বলেও জানান তিনি।

তিনি বলেন, ইসলামের পক্ষে একটি আদর্শিক কাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হলেও একটি ক্ষমতালোভী গোষ্ঠী তা থেকে সরে এসে প্রচলিত ব্যবস্থার মধ্যেই দেশ চালাতে চায়। জামায়াত ইনসাফভিত্তিক রাষ্ট্রের কথা বললেও একই নিয়মে ৫৪ বছর দেশ পরিচালনার পর সেই লক্ষ্য বাস্তবায়িত হয়নি বলে তিনি দাবি করেন। তাঁর মতে, আবার সেই কাঠামোর মধ্যেই ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি জনগণের সঙ্গে ধোঁকাবাজি।

নীতিগত অবস্থান ও নেতৃত্ব নিয়ে মতবিরোধের কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ জোটে না গিয়ে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি। যারা দেশ ও ইসলামকে ভালোবাসেন, তাদের সবাইকে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এখন নীরব থাকার সময় নেই বলেও মন্তব্য করেন তিনি।

নরসিংদী-১ আসনের প্রার্থী ও জেলা সভাপতি আশরাফ হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন নরসিংদী-২ আসনের প্রার্থী ছাইফুল্লাহ প্রধান, নরসিংদী-৩ আসনের প্রার্থী ওয়ায়েজ হোসেন ভূঁইয়া, নরসিংদী-৫ আসনের প্রার্থী বদরুজ্জামানসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চরমোনাই পীরের কাঠগড়ায় জামায়াত

সর্বশেষ আপডেট ০৫:৪৫:২৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

নরসিংদীর এক নির্বাচনী জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম জামায়াতে ইসলামীর বিরুদ্ধে দ্বিমুখী রাজনীতি, গোপন বৈঠক এবং আদর্শিক বিচ্যুতির অভিযোগ তুলেছেন। তিনি বলেন, প্রকাশ্যে এক কথা বললেও বাস্তবে ভিন্ন পথে চলছে দলটি, যা এখন দেশের মানুষ বুঝে গেছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম জামায়াতে ইসলামীর বিরুদ্ধে প্রকাশ্য ও গোপন অবস্থানের ভিন্নতা নিয়ে কঠোর সমালোচনা করেছেন। শুক্রবার রাতে নরসিংদী সদর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কসংলগ্ন পুলিশ লাইন্স এলাকায় এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জামায়াত মুখে এক কথা বলে, কিন্তু আড়ালে গিয়ে যুক্তরাষ্ট্র ও ভারতের সঙ্গে বৈঠক করে।

তিনি বলেন, রাজনৈতিক বৈঠক হতেই পারে, তবে সেগুলো গোপনে কেন করা হয়, তা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে। এসব গোপন কর্মকাণ্ডের পেছনে স্বচ্ছতার অভাব রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

চরমোনাই পীর বলেন, গত ৫৪ বছর ধরে দেশ নীতিগত ও আদর্শিক ভিত্তিতে পরিচালিত হয়নি। ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর দেশকে নতুনভাবে গড়ে তোলার সুযোগ তৈরি হয়েছিল। সে সময় ইসলাম ও মানবতার পক্ষে একটি নতুন রাজনৈতিক সমঝোতা গড়ে তোলার প্রত্যাশা ছিল বলেও জানান তিনি।

তিনি বলেন, ইসলামের পক্ষে একটি আদর্শিক কাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হলেও একটি ক্ষমতালোভী গোষ্ঠী তা থেকে সরে এসে প্রচলিত ব্যবস্থার মধ্যেই দেশ চালাতে চায়। জামায়াত ইনসাফভিত্তিক রাষ্ট্রের কথা বললেও একই নিয়মে ৫৪ বছর দেশ পরিচালনার পর সেই লক্ষ্য বাস্তবায়িত হয়নি বলে তিনি দাবি করেন। তাঁর মতে, আবার সেই কাঠামোর মধ্যেই ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি জনগণের সঙ্গে ধোঁকাবাজি।

নীতিগত অবস্থান ও নেতৃত্ব নিয়ে মতবিরোধের কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ জোটে না গিয়ে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি। যারা দেশ ও ইসলামকে ভালোবাসেন, তাদের সবাইকে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এখন নীরব থাকার সময় নেই বলেও মন্তব্য করেন তিনি।

নরসিংদী-১ আসনের প্রার্থী ও জেলা সভাপতি আশরাফ হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন নরসিংদী-২ আসনের প্রার্থী ছাইফুল্লাহ প্রধান, নরসিংদী-৩ আসনের প্রার্থী ওয়ায়েজ হোসেন ভূঁইয়া, নরসিংদী-৫ আসনের প্রার্থী বদরুজ্জামানসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।