‘হ্যাঁ’ ভোট জিতলেই প্রতিষ্ঠিত হবে জনগণের সরকার: জামায়াত আমির
- সর্বশেষ আপডেট ০৮:৫০:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
- / 12
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী ১২ তারিখ ‘হ্যাঁ’ ভোট ও ১১ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ই জনগণের সত্যিকারের সরকার গড়ে তোলার পথ খুলবে। তিনি দাবি করেছেন, ন্যায় ও সুবিচারের পক্ষে দেশজুড়ে গণসমর্থনের একটি ঢেউ ইতিমধ্যেই সৃষ্টি হয়েছে।
শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় তিনি বলেন, জনগণের উত্তাল সমুদ্র দেখে ক্ষমতাসীনরা ভয় পেয়েছে। “আমরা শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকলের জন্য ন্যায় প্রতিষ্ঠা করতে চাই। অপরাধীকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে, প্রধানমন্ত্রীসহ সকলের জন্য বিচার সমান হবে। কোনো দায়মুক্তি দেওয়া হবে না,” তিনি উল্লেখ করেন।
ডা. শফিকুর রহমান আরও বলেন, এবারের নির্বাচন একটি ঐতিহাসিক মুহূর্ত সৃষ্টি করবে—ন্যায় ও সুবিচারের পক্ষে, অর্থনৈতিক মুক্তি, চাঁদাবাজি ও দুর্নীতি নির্মূল এবং বেকারত্ব কমানোর পথে। তিনি সবার প্রতি আহ্বান জানান, এই বাংলাদেশ গঠনে সক্রিয় ভূমিকা নেয়া হোক।
তিনি অতীতে যারা রাষ্ট্রের সম্পদ চুরি করে বিদেশে পাঠিয়েছে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন। “আল্লাহ আমাদের দায়িত্ব দিলে আমরা চুরি হওয়া সম্পদ উদ্ধার করে দেশের উন্নয়নে ব্যবহার করব। যারা চোর ভোট ও অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত, তাদের বিচার নিশ্চিত হবে। আমরা কখনো অপকর্মে জড়িত ছিলাম না, তবে ঘটনার সত্য উদঘাটন করব,” তিনি বলেন।
জানা গেছে, ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুর-১ আসনের শাপলা কালি প্রার্থী মাহবুব আলম, লক্ষ্মীপুর-২ আসনের দাঁড়িপাল্লার প্রার্থী রুহুল আমিন ভুঁইয়া, লক্ষ্মীপুর-৩ আসনের প্রার্থী রেজাউল করিম ও লক্ষ্মীপুর-৪ আসনের প্রার্থী হাফিজ উল্যাহকে নির্বাচনী প্রতীক হস্তান্তর করেন।
জনসভায় জেলা জামায়াতের আমির রুহুল আমিন ভুঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এটিএম মাসুম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি আতিকুর রহমান, ঢাকসুর ভিপি সাদিক কায়েম, শিবিরের আন্তর্জাতিক সম্পাদক মুতাসিম বিল্লাহ সাহেদী, জাকসুর জিএস মাজহারুল ইসলাম ও চাকসুর জিএস সাঈদ বিন হাবিব প্রমুখ।






























