বাংলাদেশে থাকা মার্কিন নাগরিকদের জন্য বিশেষ ভ্রমণ সতর্কতা জারি
- সর্বশেষ আপডেট ০৬:৫৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
- / 4
বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সম্ভাব্য সহিংসতা ও নিরাপত্তাঝুঁকির আশঙ্কায় দেশটিতে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের জন্য বিশেষ ভ্রমণ সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস।
দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন ঘিরে রাজনৈতিক কর্মসূচি, ভোটকেন্দ্র এবং ধর্মীয় উপাসনালয়ের আশপাশে চরমপন্থী হামলা বা সহিংস ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে। এ কারণে এসব স্থানে চলাচলের সময় বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, শান্তিপূর্ণভাবে শুরু হওয়া অনেক সমাবেশও হঠাৎ সংঘর্ষে রূপ নিতে পারে। তাই বড় জমায়েত, মিছিল ও বিক্ষোভ এড়িয়ে চলার পাশাপাশি সব সময় আশপাশের পরিস্থিতির দিকে নজর রাখার আহ্বান জানানো হয়েছে। জরুরি যোগাযোগের জন্য মোবাইল ফোন সচল রাখার কথাও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।
নির্বাচন উপলক্ষে নিরাপত্তা জোরদারে বাংলাদেশ সরকার যান চলাচলের ওপর কড়াকড়ি আরোপ করেছে। ১০ ফেব্রুয়ারি থেকে মোটরসাইকেল চলাচল সীমিত করা হবে। এছাড়া ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ধরনের সাধারণ যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। এই পরিস্থিতিতে পরিবহন সংকট ও নিরাপত্তাজনিত কারণে ওই দুই দিনে ঢাকার মার্কিন দূতাবাসে সরাসরি উপস্থিত হয়ে নেওয়া সেবা সীমিত পরিসরে চালু থাকবে।
এদিকে, দূতাবাস তাদের নাগরিকদের জন্য করণীয় হিসেবে একটি নির্দেশনাও প্রকাশ করেছে। এতে ভিড় ও বিক্ষোভ এড়িয়ে চলা, নিয়মিত স্থানীয় সংবাদমাধ্যম পর্যবেক্ষণ, ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা এবং চলাচলের জন্য বিকল্প পথ নির্ধারণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
যেকোনো জরুরি পরিস্থিতিতে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়া এবং দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শও দেওয়া হয়েছে।

































