ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঠিকানা জটিলতায় ফেরত এলো ১১ হাজারের বেশি পোস্টাল ব্যালট

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:৪০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • / 5

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো প্রবাসী ভোটাররা ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। এ উদ্দেশ্যে নির্বাচন কমিশন ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধিত প্রবাসীদের ঠিকানায় পোস্টাল ব্যালট পাঠায়। তবে সঠিক ঠিকানা না পাওয়া ও অন্যান্য জটিলতার কারণে ১১ হাজার ২২৬টি ব্যালট বিতরণ করা সম্ভব হয়নি। ফলে সেগুলো দেশে ফিরে আসে।

শুক্রবার সকাল ১০টায় ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের হালনাগাদ তথ্যে এ তথ্য উঠে আসে। এর আগে নির্বাচন কমিশনের আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সালীম আহমাদ খান জানান, ফেরত আসা ব্যালটগুলোর বেশিরভাগই ভুল বা অসম্পূর্ণ ঠিকানার কারণে পৌঁছানো যায়নি।

অ্যাপের তথ্য অনুযায়ী, প্রবাসে বসবাসরত ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ জন নিবন্ধিত ভোটারের কাছে ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ১৫ হাজার ৪২ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন। ভোট দিয়েছেন ৪ লাখ ৫৩ হাজার ৪৪০ জন। পাশাপাশি ৪ লাখ ৩ হাজার ৬২টি পূরণকৃত ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দেওয়া হয়েছে।

নির্বাচনে অংশ নিতে দেশে ও বিদেশে মিলিয়ে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে দেশের ভেতর থেকে নিবন্ধন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৪২ জন। এই তালিকায় আইনি হেফাজতে থাকা ৬ হাজার ২৪০ জন ভোটারও রয়েছেন।

নির্বাচন কমিশন জানায়, গত ২৬ জানুয়ারি থেকে দেশে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও বন্দি ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু হয়। এরই মধ্যে দেশের অভ্যন্তরেও ডাকযোগে ভোট প্রদানের কার্যক্রম চালু হয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ভোটের দিন বিকেল সাড়ে ৪টার মধ্যে যেসব পোস্টাল ব্যালট পৌঁছাবে, শুধু সেগুলোই চূড়ান্ত গণনায় অন্তর্ভুক্ত করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঠিকানা জটিলতায় ফেরত এলো ১১ হাজারের বেশি পোস্টাল ব্যালট

সর্বশেষ আপডেট ০৬:৪০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো প্রবাসী ভোটাররা ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। এ উদ্দেশ্যে নির্বাচন কমিশন ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধিত প্রবাসীদের ঠিকানায় পোস্টাল ব্যালট পাঠায়। তবে সঠিক ঠিকানা না পাওয়া ও অন্যান্য জটিলতার কারণে ১১ হাজার ২২৬টি ব্যালট বিতরণ করা সম্ভব হয়নি। ফলে সেগুলো দেশে ফিরে আসে।

শুক্রবার সকাল ১০টায় ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের হালনাগাদ তথ্যে এ তথ্য উঠে আসে। এর আগে নির্বাচন কমিশনের আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সালীম আহমাদ খান জানান, ফেরত আসা ব্যালটগুলোর বেশিরভাগই ভুল বা অসম্পূর্ণ ঠিকানার কারণে পৌঁছানো যায়নি।

অ্যাপের তথ্য অনুযায়ী, প্রবাসে বসবাসরত ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ জন নিবন্ধিত ভোটারের কাছে ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ১৫ হাজার ৪২ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন। ভোট দিয়েছেন ৪ লাখ ৫৩ হাজার ৪৪০ জন। পাশাপাশি ৪ লাখ ৩ হাজার ৬২টি পূরণকৃত ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দেওয়া হয়েছে।

নির্বাচনে অংশ নিতে দেশে ও বিদেশে মিলিয়ে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে দেশের ভেতর থেকে নিবন্ধন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৪২ জন। এই তালিকায় আইনি হেফাজতে থাকা ৬ হাজার ২৪০ জন ভোটারও রয়েছেন।

নির্বাচন কমিশন জানায়, গত ২৬ জানুয়ারি থেকে দেশে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও বন্দি ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু হয়। এরই মধ্যে দেশের অভ্যন্তরেও ডাকযোগে ভোট প্রদানের কার্যক্রম চালু হয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ভোটের দিন বিকেল সাড়ে ৪টার মধ্যে যেসব পোস্টাল ব্যালট পৌঁছাবে, শুধু সেগুলোই চূড়ান্ত গণনায় অন্তর্ভুক্ত করা হবে।