ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শেরপুরে বিজিবি মোতায়েন

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১০:২৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • / 7

শেরপুরে নির্বাচনী সংঘর্ষের উত্তাপের মধ্যেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি মোতায়েন করা হয়েছে। বুধবার ঝিনাইগাতীতে শেরপুর-৩ আসনের প্রার্থীদের নির্বাচনি ইশতেহার প্রকাশ অনুষ্ঠানকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে সংঘর্ষে জামায়াত নেতা নিহত হওয়ায় প্রশাসনের পদক্ষেপ হিসেবে বিজিবি এখন এলাকায় দায়িত্ব পালন করছে।

বিজিবি সদর দপ্তর বৃহস্পতিবার সন্ধ্যায় এক ক্ষুদেবার্তায় জানিয়েছে, তাদের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করবেন। এর আগে ঝিনাইগাতীতে সংঘর্ষে গুরুতর আহত জামায়াতের শ্রীবরদী উপজেলা সেক্রেটারি মাওলানা রেজাউল করিম ময়মনসিংহ মেডিকেলে নেওয়ার পথে নিহত হন।

ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, জুডিশিয়াল ইনকোয়ারি কমিটির প্রতিবেদন পাওয়ার পর প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বলেছেন, বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেলের উসকানি ও নির্দেশে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

তিনি প্রশাসনের ভূমিকাকেও প্রশ্ন করেছেন, বলেন, ইউএনও ও পুলিশ সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নিলে নির্বাচনের নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হবে।

একই দিনে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে জানান, সংঘাত এড়ানো যেত কি না তা খতিয়ে দেখতে দ্রুত ও সুষ্ঠু তদন্ত জরুরি।

তিনি প্রশ্ন তুলেছেন, কেন একটি দল চেয়ার দখল করল, কেন লাঠিসোঁটা জড়ো হলো এবং কেন সবাইকে উপেক্ষা করে সংঘাতের পথ বেছে নেওয়া হলো, যার উত্তর জনগণ জানতে চায়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শেরপুরে বিজিবি মোতায়েন

সর্বশেষ আপডেট ১০:২৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

শেরপুরে নির্বাচনী সংঘর্ষের উত্তাপের মধ্যেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি মোতায়েন করা হয়েছে। বুধবার ঝিনাইগাতীতে শেরপুর-৩ আসনের প্রার্থীদের নির্বাচনি ইশতেহার প্রকাশ অনুষ্ঠানকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে সংঘর্ষে জামায়াত নেতা নিহত হওয়ায় প্রশাসনের পদক্ষেপ হিসেবে বিজিবি এখন এলাকায় দায়িত্ব পালন করছে।

বিজিবি সদর দপ্তর বৃহস্পতিবার সন্ধ্যায় এক ক্ষুদেবার্তায় জানিয়েছে, তাদের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করবেন। এর আগে ঝিনাইগাতীতে সংঘর্ষে গুরুতর আহত জামায়াতের শ্রীবরদী উপজেলা সেক্রেটারি মাওলানা রেজাউল করিম ময়মনসিংহ মেডিকেলে নেওয়ার পথে নিহত হন।

ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, জুডিশিয়াল ইনকোয়ারি কমিটির প্রতিবেদন পাওয়ার পর প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বলেছেন, বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেলের উসকানি ও নির্দেশে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

তিনি প্রশাসনের ভূমিকাকেও প্রশ্ন করেছেন, বলেন, ইউএনও ও পুলিশ সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নিলে নির্বাচনের নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হবে।

একই দিনে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে জানান, সংঘাত এড়ানো যেত কি না তা খতিয়ে দেখতে দ্রুত ও সুষ্ঠু তদন্ত জরুরি।

তিনি প্রশ্ন তুলেছেন, কেন একটি দল চেয়ার দখল করল, কেন লাঠিসোঁটা জড়ো হলো এবং কেন সবাইকে উপেক্ষা করে সংঘাতের পথ বেছে নেওয়া হলো, যার উত্তর জনগণ জানতে চায়।