ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সিজিএস, ইউএসএ-এর পরিচালনা পর্ষদ আনুষ্ঠানিক ঘোষণা

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৯:০৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • / 10

সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)

 

সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রভিত্তিক সহযোগী প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ, ইউএসএ (সিজিএস, ইউএসএ)-এর পরিচালনা পর্ষদ ঘোষণা করেছে। বৈশ্বিক নীতি সংলাপ জোরদার, গবেষণা সহযোগিতা সম্প্রসারণ এবং আন্তর্জাতিক প্রাতিষ্ঠানিক সংযোগ বৃদ্ধির ক্ষেত্রে এই উদ্যোগকে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

সিজিএস, ইউএসএ যুক্তরাষ্ট্রে নিবন্ধিত একটি স্বাধীন, অরাজনৈতিক ও অলাভজনক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি “সিজিএস, ইউএসএ” নামেও কার্যক্রম পরিচালনা করতে পারবে। আন্তঃআঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জকে গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠানটি শাসনব্যবস্থা, গণতন্ত্র, নিরাপত্তা ও বৈশ্বিক ইস্যুতে গবেষণা, নীতি সংলাপ এবং জ্ঞানভিত্তিক নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে কাজ করবে।

আইনগত ও প্রাতিষ্ঠানিকভাবে সিজিএস, ইউএসএ একটি স্বতন্ত্র সংস্থা হলেও, নীতি গবেষণা ও সংলাপে দীর্ঘ অভিজ্ঞতার ভিত্তিতে এটি যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক পরিসরে গবেষক, নীতিনির্ধারক এবং সংশ্লিষ্ট পেশাজীবীদের মধ্যে সংযোগ ও সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সিজিএস, ইউএসএ-এর পরিচালনা পর্ষদে রয়েছেন- জিল্লুর রহমান (ফাউন্ডিং বোর্ড চেয়ার, সিজিএস, ইউএসএ এবং প্রেসিডেন্ট, সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ, বাংলাদেশ), ড. ক্লে গুডলো ওয়েসকট (প্রেসিডেন্ট, ইন্টারন্যাশনাল পাবলিক ম্যানেজমেন্ট নেটওয়ার্ক, যুক্তরাষ্ট্র), ড. আলী রীয়াজ (ডিস্টিংগুইশড প্রফেসর, ইলিনয় স্টেট ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র), আরিয়া নিজাত (কো-ফাউন্ডার, ইনোভেশন টিকার- iTicker, যুক্তরাষ্ট্র), ড. মোহাম্মদ পারভেজ ইমদাদ (সাবেক লিড ইকোনমিস্ট, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক), সেলচুক কাইল ইনান (অর্থনীতিবিদ, যুক্তরাষ্ট্র) এবং পারভেজ করিম আব্বাসী (নির্বাহী পরিচালক, সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ)।

সিজিএস, ইউএসএ নীতিনির্ভর গবেষণা প্রণয়ন, অন্তর্ভুক্তিমূলক সংলাপ আয়োজন এবং বিভিন্ন অঞ্চলের নীতি ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা জোরদারে কাজ করবে। ক্রমবর্ধমান বৈশ্বিক জটিলতার প্রেক্ষাপটে গবেষণা ও নীতিচর্চার মধ্যকার সংযোগ সুদৃঢ় করাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সিজিএস, ইউএসএ-এর পরিচালনা পর্ষদ আনুষ্ঠানিক ঘোষণা

সর্বশেষ আপডেট ০৯:০৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

 

সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রভিত্তিক সহযোগী প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ, ইউএসএ (সিজিএস, ইউএসএ)-এর পরিচালনা পর্ষদ ঘোষণা করেছে। বৈশ্বিক নীতি সংলাপ জোরদার, গবেষণা সহযোগিতা সম্প্রসারণ এবং আন্তর্জাতিক প্রাতিষ্ঠানিক সংযোগ বৃদ্ধির ক্ষেত্রে এই উদ্যোগকে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

সিজিএস, ইউএসএ যুক্তরাষ্ট্রে নিবন্ধিত একটি স্বাধীন, অরাজনৈতিক ও অলাভজনক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি “সিজিএস, ইউএসএ” নামেও কার্যক্রম পরিচালনা করতে পারবে। আন্তঃআঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জকে গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠানটি শাসনব্যবস্থা, গণতন্ত্র, নিরাপত্তা ও বৈশ্বিক ইস্যুতে গবেষণা, নীতি সংলাপ এবং জ্ঞানভিত্তিক নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে কাজ করবে।

আইনগত ও প্রাতিষ্ঠানিকভাবে সিজিএস, ইউএসএ একটি স্বতন্ত্র সংস্থা হলেও, নীতি গবেষণা ও সংলাপে দীর্ঘ অভিজ্ঞতার ভিত্তিতে এটি যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক পরিসরে গবেষক, নীতিনির্ধারক এবং সংশ্লিষ্ট পেশাজীবীদের মধ্যে সংযোগ ও সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সিজিএস, ইউএসএ-এর পরিচালনা পর্ষদে রয়েছেন- জিল্লুর রহমান (ফাউন্ডিং বোর্ড চেয়ার, সিজিএস, ইউএসএ এবং প্রেসিডেন্ট, সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ, বাংলাদেশ), ড. ক্লে গুডলো ওয়েসকট (প্রেসিডেন্ট, ইন্টারন্যাশনাল পাবলিক ম্যানেজমেন্ট নেটওয়ার্ক, যুক্তরাষ্ট্র), ড. আলী রীয়াজ (ডিস্টিংগুইশড প্রফেসর, ইলিনয় স্টেট ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র), আরিয়া নিজাত (কো-ফাউন্ডার, ইনোভেশন টিকার- iTicker, যুক্তরাষ্ট্র), ড. মোহাম্মদ পারভেজ ইমদাদ (সাবেক লিড ইকোনমিস্ট, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক), সেলচুক কাইল ইনান (অর্থনীতিবিদ, যুক্তরাষ্ট্র) এবং পারভেজ করিম আব্বাসী (নির্বাহী পরিচালক, সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ)।

সিজিএস, ইউএসএ নীতিনির্ভর গবেষণা প্রণয়ন, অন্তর্ভুক্তিমূলক সংলাপ আয়োজন এবং বিভিন্ন অঞ্চলের নীতি ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা জোরদারে কাজ করবে। ক্রমবর্ধমান বৈশ্বিক জটিলতার প্রেক্ষাপটে গবেষণা ও নীতিচর্চার মধ্যকার সংযোগ সুদৃঢ় করাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।