ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আইফোন কিনতে যুবকের অপহরণ নাটক

নিজস্ব প্রতিবদেক, দীঘিনালা (খাগড়াছড়ি)
  • সর্বশেষ আপডেট ০৬:১৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • / 27

উদ্ধারকৃত তরুণ মুরাদ হোসেন

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় কলেজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আত্মগোপনের মাধ্যমে অপহরণের নাটক সাজানো এক তরুণকে উদ্ধার করেছে সেনাবাহিনীর দীঘিনালা জোন। মোটরসাইকেল ও আইফোন কেনার উদ্দেশ্যে পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল ওই তরুণ।

জানা গেছে, বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে মো. মুরাদ হোসেন (১৯) কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। কিছুক্ষণ পর পরিবারের সদস্যদের মোবাইল ফোনে তার পক্ষ থেকে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। বিষয়টি নিয়ে পরিবার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে দীঘিনালা জোনের সহায়তা নেয় এবং দীঘিনালা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।

দীঘিনালা জোনের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ১২টা ১০ মিনিটে দীঘিনালার ছোট মেরুং এলাকা থেকে ওই তরুণকে উদ্ধার করা হয়। পরে তাকে নিরাপদে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

উদ্ধারের পর তরুণটির সঙ্গে কথা বলে জানা যায়, মোটরসাইকেল ও আইফোন কেনার জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে সে নিজেই অপহরণের নাটক সাজিয়ে আত্মগোপনে চলে যায় এবং পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে।

উদ্ধারকৃত মুরাদ হোসেন রাঙামাটির সাজেট উপজেলার বাঘাইহাট এলাকার মিলন মিয়ার ছেলে।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করলেও দীঘিনালা জোনের দ্রুত ও কার্যকর পদক্ষেপে সম্ভাব্য অপহরণ আতঙ্কের অবসান ঘটে। বিষয়টি আইনগতভাবে পর্যালোচনা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আইফোন কিনতে যুবকের অপহরণ নাটক

সর্বশেষ আপডেট ০৬:১৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় কলেজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আত্মগোপনের মাধ্যমে অপহরণের নাটক সাজানো এক তরুণকে উদ্ধার করেছে সেনাবাহিনীর দীঘিনালা জোন। মোটরসাইকেল ও আইফোন কেনার উদ্দেশ্যে পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল ওই তরুণ।

জানা গেছে, বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে মো. মুরাদ হোসেন (১৯) কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। কিছুক্ষণ পর পরিবারের সদস্যদের মোবাইল ফোনে তার পক্ষ থেকে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। বিষয়টি নিয়ে পরিবার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে দীঘিনালা জোনের সহায়তা নেয় এবং দীঘিনালা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।

দীঘিনালা জোনের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ১২টা ১০ মিনিটে দীঘিনালার ছোট মেরুং এলাকা থেকে ওই তরুণকে উদ্ধার করা হয়। পরে তাকে নিরাপদে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

উদ্ধারের পর তরুণটির সঙ্গে কথা বলে জানা যায়, মোটরসাইকেল ও আইফোন কেনার জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে সে নিজেই অপহরণের নাটক সাজিয়ে আত্মগোপনে চলে যায় এবং পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে।

উদ্ধারকৃত মুরাদ হোসেন রাঙামাটির সাজেট উপজেলার বাঘাইহাট এলাকার মিলন মিয়ার ছেলে।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করলেও দীঘিনালা জোনের দ্রুত ও কার্যকর পদক্ষেপে সম্ভাব্য অপহরণ আতঙ্কের অবসান ঘটে। বিষয়টি আইনগতভাবে পর্যালোচনা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।