একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু করছে : তারেক রহমান
- সর্বশেষ আপডেট ০৪:৩৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
- / 10
রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী জনসভায় দলের চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন, একটি মহল আসন্ন নির্বাচনকে ব্যাহত ও ক্ষতিগ্রস্ত করার জন্য ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) দুপুরে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কীভাবে নির্বাচন বানচাল করা যায়, কীভাবে ভোটপ্রক্রিয়ায় বাধা সৃষ্টি করা যায়, সে লক্ষ্যেই একটি গোষ্ঠী সক্রিয়ভাবে কাজ করছে।
তারেক রহমান বলেন, আগামী ১২ তারিখের নির্বাচন যাতে কেউ বানচাল করতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে। জনগণ যদি ওইদিন সচেতনভাবে দায়িত্ব পালন করে, তাহলে ১৩ তারিখ থেকে দেশে শুরু হবে জনগণের দিন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের প্রত্যাশা, আশা ও আকাঙ্ক্ষা বাস্তবায়নের কাজ ধাপে ধাপে শুরু হবে।
তিনি জানান, ক্ষমতায় এলে বেকারদের কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হবে, মা-বোনদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে, কৃষকদের জন্য কৃষক কার্ড দেওয়া হবে এবং পদ্মা ব্যারেজ নির্মাণের কাজ শুরু করা হবে। পাশাপাশি কৃষিঋণ মওকুফের উদ্যোগ নেওয়ার কথাও তিনি উল্লেখ করেন। তারেক রহমান বলেন, এসব উদ্যোগই জনগণের জন্য বাস্তব কাজ, যা ধানের শীষ প্রতীকের বিজয়ের পর ১৩ তারিখ থেকে শুরু হবে।
সমাবেশে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের বিএনপির প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তিনি বলেন, প্রত্যেকের হাতে তিনি ধানের শীষ তুলে দিয়েছেন। এখন ভোটের আগের সময় পর্যন্ত তাঁদের পাশে থাকার দায়িত্ব জনগণের। আর নির্বাচনে বিজয়ী হওয়ার পর ১৩ তারিখ থেকে জনপ্রতিনিধিদের দায়িত্ব হবে জনগণের পাশে থাকা।
জনসভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন

































