ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কৃষিঋণ মওকুফ ও পদ্মা ব্যারেজের প্রতিশ্রুতি বিএনপির

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৪:১৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • / 15

রাজশাহীতে নির্বাচনি জনসভায় বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করতে পারলে কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ এবং পদ্মা নদীতে ব্যারেজ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে আয়োজিত নির্বাচনি জনসভায় বক্তব্য দিতে গিয়ে এসব প্রতিশ্রুতি দেন তারেক রহমান। উত্তরাঞ্চলের কৃষি, পানি ব্যবস্থাপনা ও কর্মসংস্থানকে সামনে রেখে তিনি তার রাজনৈতিক কর্মসূচির মূল দিকগুলো তুলে ধরেন।

তারেক রহমান বলেন, গত ১৭ বছরে দেশের মানুষের জন্য উল্লেখযোগ্য কোনো কাজ হয়নি। মেগা প্রকল্পের নামে হয়েছে মেগা দুর্নীতি। তিনি দাবি করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগে শুরু হওয়া বরেন্দ্র প্রকল্প খালেদা জিয়ার শাসনামলে আরও সম্প্রসারিত হলেও বর্তমানে তা কার্যত বন্ধ হয়ে গেছে। ক্ষমতায় গেলে এই প্রকল্প পুনরায় চালু করা হবে, খাল খনন করা হবে এবং পদ্মা নদী খননের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

পদ্মা নদীপাড়ের মানুষের উদ্দেশে তিনি বলেন, পদ্মায় ব্যারেজ নির্মাণ করা হলে কৃষি, সেচ ও জীবনযাত্রার মানে ইতিবাচক পরিবর্তন আসবে। একই সঙ্গে রাজশাহীর আম সংরক্ষণের জন্য আধুনিক হিমাগার স্থাপন এবং স্থানীয়ভাবে কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনার কথাও তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান।

এই লক্ষ্য বাস্তবায়নে উত্তরাঞ্চলের সব আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান তিনি। তারেক রহমান বলেন, দেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে দেশ গণতন্ত্রের পথে এগোবে নাকি অন্য পথে যাবে। আগামী নির্বাচনে সেই সিদ্ধান্তের সময় এসেছে। গণতন্ত্র টিকিয়ে রাখতে না পারলে কোনো উন্নয়ন প্রকল্পই জনগণের কল্যাণে আসবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, বিএনপি শান্তি ও সহাবস্থানে বিশ্বাস করে এবং সংঘাতের রাজনীতিতে যেতে চায় না। ব্যক্তিগত আক্রমণ বা কটাক্ষে কারও উপকার হয় না বলেও তিনি উল্লেখ করেন। তার ভাষায়, সমালোচনা করে মানুষের পেট ভরে না, বরং জনগণের সমস্যার সমাধান করাই রাজনীতির মূল দায়িত্ব।

দেশের কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় বিচার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারেক রহমান। তিনি বলেন, নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হলে জনগণের আস্থা ফিরে আসবে এবং গণতান্ত্রিক পরিবেশ শক্তিশালী হবে।

সমাবেশে দেওয়া বক্তব্যে কৃষি, অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান এবং গণতন্ত্র রক্ষার প্রতিশ্রুতিকে সামনে রেখে আগামী নির্বাচনে বিএনপির রাজনৈতিক অবস্থান জোরালো করার বার্তা দেন দলের শীর্ষ এই নেতা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কৃষিঋণ মওকুফ ও পদ্মা ব্যারেজের প্রতিশ্রুতি বিএনপির

সর্বশেষ আপডেট ০৪:১৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করতে পারলে কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ এবং পদ্মা নদীতে ব্যারেজ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে আয়োজিত নির্বাচনি জনসভায় বক্তব্য দিতে গিয়ে এসব প্রতিশ্রুতি দেন তারেক রহমান। উত্তরাঞ্চলের কৃষি, পানি ব্যবস্থাপনা ও কর্মসংস্থানকে সামনে রেখে তিনি তার রাজনৈতিক কর্মসূচির মূল দিকগুলো তুলে ধরেন।

তারেক রহমান বলেন, গত ১৭ বছরে দেশের মানুষের জন্য উল্লেখযোগ্য কোনো কাজ হয়নি। মেগা প্রকল্পের নামে হয়েছে মেগা দুর্নীতি। তিনি দাবি করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগে শুরু হওয়া বরেন্দ্র প্রকল্প খালেদা জিয়ার শাসনামলে আরও সম্প্রসারিত হলেও বর্তমানে তা কার্যত বন্ধ হয়ে গেছে। ক্ষমতায় গেলে এই প্রকল্প পুনরায় চালু করা হবে, খাল খনন করা হবে এবং পদ্মা নদী খননের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

পদ্মা নদীপাড়ের মানুষের উদ্দেশে তিনি বলেন, পদ্মায় ব্যারেজ নির্মাণ করা হলে কৃষি, সেচ ও জীবনযাত্রার মানে ইতিবাচক পরিবর্তন আসবে। একই সঙ্গে রাজশাহীর আম সংরক্ষণের জন্য আধুনিক হিমাগার স্থাপন এবং স্থানীয়ভাবে কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনার কথাও তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান।

এই লক্ষ্য বাস্তবায়নে উত্তরাঞ্চলের সব আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান তিনি। তারেক রহমান বলেন, দেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে দেশ গণতন্ত্রের পথে এগোবে নাকি অন্য পথে যাবে। আগামী নির্বাচনে সেই সিদ্ধান্তের সময় এসেছে। গণতন্ত্র টিকিয়ে রাখতে না পারলে কোনো উন্নয়ন প্রকল্পই জনগণের কল্যাণে আসবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, বিএনপি শান্তি ও সহাবস্থানে বিশ্বাস করে এবং সংঘাতের রাজনীতিতে যেতে চায় না। ব্যক্তিগত আক্রমণ বা কটাক্ষে কারও উপকার হয় না বলেও তিনি উল্লেখ করেন। তার ভাষায়, সমালোচনা করে মানুষের পেট ভরে না, বরং জনগণের সমস্যার সমাধান করাই রাজনীতির মূল দায়িত্ব।

দেশের কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় বিচার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারেক রহমান। তিনি বলেন, নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হলে জনগণের আস্থা ফিরে আসবে এবং গণতান্ত্রিক পরিবেশ শক্তিশালী হবে।

সমাবেশে দেওয়া বক্তব্যে কৃষি, অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান এবং গণতন্ত্র রক্ষার প্রতিশ্রুতিকে সামনে রেখে আগামী নির্বাচনে বিএনপির রাজনৈতিক অবস্থান জোরালো করার বার্তা দেন দলের শীর্ষ এই নেতা।