জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
- সর্বশেষ আপডেট ১২:১৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
- / 13
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টায় রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যলয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এতে বলা হয়েছে, শেরপুরসহ দেশের বিভিন্ন স্থানে সহিংস ঘটনার প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে। দুপুর ১২টায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হবে।
সম্মেলনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলেও বার্তায় উল্লেখ করা হয়।
আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমান, আ.লীগ ও ভারত প্রশ্নে যা বললেন উল্লেখ্য, বুধবার (২৮ জানুয়ারি) শেরপুরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনি ইশতেহার পাঠ অনুষ্ঠানে সামনে বসাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত হন জামায়াতে ইসলামীর শ্রীবর্দী উপজেলা সেক্রেটারি রেজাউল করিম।
জানা যায়, এদিন বিকেলে শেরপুর-৩ আসনের সহকারী রিটার্নিং অফিসার কর্তৃক আয়োজিত ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ কয়েকটি দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় দু’পক্ষের সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডা এবং হাতাহাতির ঘটনা ঘটে, যা পরে গড়ায় বড় ধরনের মারামারিতে। এ ঘটনায় অর্ধশতাধিক জামায়াত সমর্থক আহত হন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান রেজাউল করিম।
































