ঢাকা ১০:৫২ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

উত্তরার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:৫৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • / 11

উত্তরায় কাঁচাবাজারে আগুন

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের কাঁচাবাজারে বুধবার বিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিকাল সাড়ে ৫টার দিকে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিব হাসান জানান, পরিস্থিতি সামাল দিতে একযোগে পাঁচটি ইউনিট মোতায়েন করা হয়েছে। তবে আগুন লাগার কারণ এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত তথ্য দিতে পারেননি তিনি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাজার এলাকায় দাহ্য সামগ্রীর উপস্থিতির কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারে। কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে ক্ষয়ক্ষতির বিস্তারিত মূল্যায়ন করা হবে।

এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত শুরু করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

উত্তরার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

সর্বশেষ আপডেট ০৬:৫৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের কাঁচাবাজারে বুধবার বিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিকাল সাড়ে ৫টার দিকে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিব হাসান জানান, পরিস্থিতি সামাল দিতে একযোগে পাঁচটি ইউনিট মোতায়েন করা হয়েছে। তবে আগুন লাগার কারণ এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত তথ্য দিতে পারেননি তিনি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাজার এলাকায় দাহ্য সামগ্রীর উপস্থিতির কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারে। কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে ক্ষয়ক্ষতির বিস্তারিত মূল্যায়ন করা হবে।

এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত শুরু করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।