ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সামরিক সহযোগিতায় মতৈক্য

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:১০:২৮ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • / 9

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়ে একমত হয়েছে দুই দেশ। ঢাকা সেনানিবাসে মঙ্গলবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত দুই দিনব্যাপী ৯ম ল্যান্ড ফোর্সেস টকস ২০২৬ সফলভাবে সমাপ্ত হয়েছে। এটি গত সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত একই সিরিজের বৈঠকের পরবর্তী কার্যক্রম হিসেবে আয়োজন করা হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে ২২ সদস্যের প্রতিনিধিদল অংশগ্রহণ করে, নেতৃত্ব দেন লে. কর্নেল মোহাম্মদ বদরুল হক। যুক্তরাষ্ট্রের চার সদস্যের প্রতিনিধি দলকে নেতৃত্ব দেন মেজর মাইকেল জেকব ওসটার। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ূন কবীর।

আলোচনায় দুই পক্ষ সামরিক সহযোগিতা, কৌশলগত সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ আদান-প্রদান, উন্নত প্রযুক্তি ও সরঞ্জাম ব্যবহারের দক্ষতা, যৌথ মহড়া ও উদ্ভাবনী প্রশিক্ষণ পদ্ধতি নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন। তারা আঞ্চলিক নিরাপত্তা, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলায় সম্মিলিত প্রস্তুতি, এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় প্রযুক্তিগত সহায়তার গুরুত্বেও একমত পোষণ করেন।

এ বৈঠক দুই দেশের সামরিক সম্পর্ককে শক্তিশালী করার পাশাপাশি আঞ্চলিক শান্তি ও নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সামরিক সহযোগিতায় মতৈক্য

সর্বশেষ আপডেট ০৪:১০:২৮ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়ে একমত হয়েছে দুই দেশ। ঢাকা সেনানিবাসে মঙ্গলবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত দুই দিনব্যাপী ৯ম ল্যান্ড ফোর্সেস টকস ২০২৬ সফলভাবে সমাপ্ত হয়েছে। এটি গত সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত একই সিরিজের বৈঠকের পরবর্তী কার্যক্রম হিসেবে আয়োজন করা হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে ২২ সদস্যের প্রতিনিধিদল অংশগ্রহণ করে, নেতৃত্ব দেন লে. কর্নেল মোহাম্মদ বদরুল হক। যুক্তরাষ্ট্রের চার সদস্যের প্রতিনিধি দলকে নেতৃত্ব দেন মেজর মাইকেল জেকব ওসটার। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ূন কবীর।

আলোচনায় দুই পক্ষ সামরিক সহযোগিতা, কৌশলগত সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ আদান-প্রদান, উন্নত প্রযুক্তি ও সরঞ্জাম ব্যবহারের দক্ষতা, যৌথ মহড়া ও উদ্ভাবনী প্রশিক্ষণ পদ্ধতি নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন। তারা আঞ্চলিক নিরাপত্তা, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলায় সম্মিলিত প্রস্তুতি, এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় প্রযুক্তিগত সহায়তার গুরুত্বেও একমত পোষণ করেন।

এ বৈঠক দুই দেশের সামরিক সম্পর্ককে শক্তিশালী করার পাশাপাশি আঞ্চলিক শান্তি ও নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।