আগামী সপ্তাহে আসছে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমানোর ঘোষণা
- সর্বশেষ আপডেট ০৯:৫৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
- / 8
বাংলাদেশের ওপর আরোপিত পাল্টা শুল্ক কমানো নিয়ে যুক্তরাষ্ট্র আন্তরিক অবস্থান গ্রহণ করেছে এবং শিগ্রই এ বিষয়ে ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।
মঙ্গলবার (২৭ জানুয়ারী) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি জানান, যুক্তরাষ্ট্রের অশুল্কনীতি ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য বিবেচনায় এই সিদ্ধান্ত গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে।
লুৎফে সিদ্দিকী আরও বলেন, ওয়াশিংটনে বাংলাদেশের ওপর বর্তমান ২০ শতাংশ শুল্ক কতটা কমানো হবে তা এখনো নির্দিষ্ট নয়, তবে ইতিমধ্যে প্রায় ৬০০ কোটি ডলারের বাণিজ্য ঘাটতি অনেকটা কমেছে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “আন্তর্জাতিক প্রক্রিয়া ধীরে হলেও, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বাধা কমাতে ইতিবাচক মনোভাব স্পষ্ট।”
এছাড়া তিনি উল্লেখ করেন, ইইউর সঙ্গে এফটিএ স্বাক্ষরের প্রক্রিয়া ধীরে এগুচ্ছে, তবে কোনো ভয়ের কারণ নেই এবং পরবর্তী সরকারের জন্য এ বিষয়ে বিস্তারিত নোট রেখে যাবেন।































