রমজান উপলক্ষে ১ কোটি লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন
- সর্বশেষ আপডেট ০৯:১৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
- / 7
রমজান মাসে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রাখা ও বাজার স্থিতিশীল রাখতে প্রায় ১৮৬ কোটি টাকা ব্যয়ে এক কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মঙ্গলবার (২৭ জানুয়ারী) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে স্থানীয় দুটি প্রতিষ্ঠান থেকে ১০টি লটে এই তেল কেনা হবে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ১৮৫ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকা। এর মধ্যে সুপার অয়েল রিফাইনারি লিমিটেড থেকে ৫০ লাখ লিটার সয়াবিন তেল কেনা হবে ৯২ কোটি ৯৭ লাখ ৫০ হাজার টাকায় এবং শবনম ভেজিটেবল অয়েল লিমিটেড থেকে টিসিবির জন্য আরও ৫০ লাখ লিটার তেল কেনা হবে ৯২ কোটি ৯৫ লাখ টাকায়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রমজানকে ঘিরে ভোজ্যতেলের চাহিদা বাড়ে বিবেচনায় রেখে আগেভাগেই এই ক্রয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে বাজারে সংকট বা অস্বাভাবিক মূল্যবৃদ্ধি না ঘটে।
বৈঠকে সয়াবিন তেলের পাশাপাশি সার আমদানির প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়, যা কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার সরকারি প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে।



































