ঢাকা ১১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

১৩ ফেব্রুয়ারি অভিশাপমুক্ত বাংলাদেশ চাই: জামায়াত

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৮:০৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • / 10

ছবি সংগৃহীত

জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান খুলনায় মঙ্গলবার (২৭ জানুয়ারি) এক নির্বাচনি জনসভায় বলেছেন, “ভোট যে যেখানে ইচ্ছা সেখানে দেবে, কিন্তু আমরা চাই বাক্স পর্যন্ত ভোটার পৌঁছাক। ১৩ ফেব্রুয়ারি আমরা একটি অভিশাপমুক্ত বাংলাদেশ চাই।” তিনি অভিযোগ করেছেন, বিগত সরকারের ভুলনীতি ও লুটপাটের কারণে খুলনার শিল্পকারখানাগুলো বন্ধ হয়ে গেছে, যা পুনঃপ্রতিষ্ঠা ও নতুন কারখানা স্থাপনের মাধ্যমে সমাধান করা হবে।

ডা. শফিকুর রহমান বলেন, যুব সমাজকে বেকার ভাতা দিয়ে অপমান না করে কাজের সুযোগ দেওয়ার মাধ্যমে সম্মানিত করতে হবে। তিনি জুলাই বিপ্লবের যুবকদের অবদানের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসন ও লগি বৈঠার তাণ্ডবে নিহত ও আহতদের রুহের মাগফেরাত কামনা করেছেন।

তিনি নির্বাচনী সহিংসতা ও হানাহানির বিষয়ে সতর্ক করে বলেছেন, জনগণের আস্থা বজায় রাখার মাধ্যমে ভোটের মর্যাদা রক্ষা করতে হবে। যারা নারীদের অসম্মান করছে, তাদেরকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, অতীতে যারা আস্থা রাখেননি তাদের পরিণতি ভালো হয়নি। হামলার সঙ্গে জড়িতদের উদ্দেশ্যে তিনি বলেন, “এখন মাঘ মাস, মাথা গরম হলে চৈত্রে কী হবে?”

জনসভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় গণতান্ত্রিক পার্টির নেতা রাশেদ প্রধান, খুলনা-৬, ৪, ২ ও ১ আসনের জামায়াত মনোনীত প্রার্থীরা এবং জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

ডা. শফিকুর রহমানের বক্তব্যে স্পষ্ট হয়েছে, জামায়াতের লক্ষ্য শুধু নির্বাচনী অংশগ্রহণ নয়, পাশাপাশি যুব কর্মসংস্থান, শিল্প পুনঃস্থাপন এবং ভোটের সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

১৩ ফেব্রুয়ারি অভিশাপমুক্ত বাংলাদেশ চাই: জামায়াত

সর্বশেষ আপডেট ০৮:০৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান খুলনায় মঙ্গলবার (২৭ জানুয়ারি) এক নির্বাচনি জনসভায় বলেছেন, “ভোট যে যেখানে ইচ্ছা সেখানে দেবে, কিন্তু আমরা চাই বাক্স পর্যন্ত ভোটার পৌঁছাক। ১৩ ফেব্রুয়ারি আমরা একটি অভিশাপমুক্ত বাংলাদেশ চাই।” তিনি অভিযোগ করেছেন, বিগত সরকারের ভুলনীতি ও লুটপাটের কারণে খুলনার শিল্পকারখানাগুলো বন্ধ হয়ে গেছে, যা পুনঃপ্রতিষ্ঠা ও নতুন কারখানা স্থাপনের মাধ্যমে সমাধান করা হবে।

ডা. শফিকুর রহমান বলেন, যুব সমাজকে বেকার ভাতা দিয়ে অপমান না করে কাজের সুযোগ দেওয়ার মাধ্যমে সম্মানিত করতে হবে। তিনি জুলাই বিপ্লবের যুবকদের অবদানের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসন ও লগি বৈঠার তাণ্ডবে নিহত ও আহতদের রুহের মাগফেরাত কামনা করেছেন।

তিনি নির্বাচনী সহিংসতা ও হানাহানির বিষয়ে সতর্ক করে বলেছেন, জনগণের আস্থা বজায় রাখার মাধ্যমে ভোটের মর্যাদা রক্ষা করতে হবে। যারা নারীদের অসম্মান করছে, তাদেরকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, অতীতে যারা আস্থা রাখেননি তাদের পরিণতি ভালো হয়নি। হামলার সঙ্গে জড়িতদের উদ্দেশ্যে তিনি বলেন, “এখন মাঘ মাস, মাথা গরম হলে চৈত্রে কী হবে?”

জনসভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় গণতান্ত্রিক পার্টির নেতা রাশেদ প্রধান, খুলনা-৬, ৪, ২ ও ১ আসনের জামায়াত মনোনীত প্রার্থীরা এবং জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

ডা. শফিকুর রহমানের বক্তব্যে স্পষ্ট হয়েছে, জামায়াতের লক্ষ্য শুধু নির্বাচনী অংশগ্রহণ নয়, পাশাপাশি যুব কর্মসংস্থান, শিল্প পুনঃস্থাপন এবং ভোটের সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা।